ঢাকা মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫, ১ বৈশাখ ১৪৩২
অপারেশন ‍‍`ডেভিল হান্ট‍‍`:

মোংলায় রাতভর অভিযানে সাবেক কাউন্সিলর আটক

খান আশিকুজ্জামান, মোংলা (বাগেরহাট) প্রতিনিধি এপ্রিল ১৩, ২০২৫, ০১:৫৫ পিএম মোংলায় রাতভর অভিযানে সাবেক কাউন্সিলর আটক

সারাদেশে চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে মোংলায় ‍‍`অপারেশন ডেভিল হান্ট‍‍` এর আওতায় রাতভর অভিযান চালিয়েছে মোংলা থানা পুলিশ ও নৌবাহিনী। অভিযানে পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর গোলাম সরোয়ারকে আটক করা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় পরিচালিত এই যৌথ অভিযানে ১১ এপ্রিল শুক্রবার রাত ১টা থেকে ভোর সাড়ে ৫টা পর্যন্ত মোংলা পোর্ট পৌরসভার বিভিন্ন এলাকায় তল্লাশি চালানো হয়।

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালিত হয় এবং এ সময় গোলাম সরোয়ারকে দুষ্কৃতী কর্মকাণ্ডে জড়িত সন্দেহে আটক করা হয়। তিনি ফ্যাসিস্ট আওয়ামী লীগের সাবেক প্রভাবশালী নেতা বলেও সূত্র জানিয়েছে।

পুলিশ জানিয়েছে, আটককৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

মোংলা থানার পক্ষ থেকে জানানো হয়, “সার্বিক নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে যৌথ বাহিনীর এই অভিযান অব্যাহত থাকবে।”

 

 

কালের সমাজ// এ.জে

Side banner