ঢাকা মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫, ১ বৈশাখ ১৪৩২
মোংলায় কোস্ট গার্ডের

অভিযানে হরিণের চামড়া ও ২৪ কেজি মাংস উদ্ধার

খান আশিকুজ্জামান, মোংলা (বাগেরহাট) প্রতিনিধি এপ্রিল ১৩, ২০২৫, ০১:৫১ পিএম অভিযানে হরিণের চামড়া ও ২৪ কেজি মাংস উদ্ধার

বাগেরহাটের মোংলায় গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ডের অভিযানে একটি হরিণের চামড়া এবং ২৪ কেজি হরিণের মাংস উদ্ধার করা হয়েছে। অভিযানে শিকার কাজে ব্যবহৃত একটি কাঠের নৌকাও জব্দ করা হয়।

১২ এপ্রিল ২০২৫, শুক্রবার সকালে মোংলার জয়মনিরগোল বালুর মাঠসংলগ্ন এলাকায় এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়। কোস্ট গার্ড পশ্চিম জোনের লেফটেন্যান্ট মাহবুব হোসেন এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, অভিযানের সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে শিকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে উদ্ধারকৃত চামড়া, মাংস ও নৌকাটি পরবর্তী আইনানুগ ব্যবস্থার জন্য নন্দবালা বনবিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।

লেফটেন্যান্ট মাহবুব আরও জানান, “দেশের আইন-শৃঙ্খলা রক্ষায় বাংলাদেশ কোস্ট গার্ড ২৪ ঘণ্টা টহল চালিয়ে যাচ্ছে। উপকূলীয় ও নদী তীরবর্তী অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

 

 

কালের সমাজ// এ.জে

 

Side banner