চট্টগ্রামের চন্দনাইশে চক্ষু চিকিৎসা সেবার মানোন্নয়ন ও সাধারণ মানুষের মাঝে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে অনুষ্ঠিত হলো বিনামূল্য চক্ষু চিকিৎসা ক্যাম্প। আয়োজনে ছিল চন্দনাইশ সমিতি, পৃষ্ঠপোষকতায় জাহানারা-মোনাফ ফাউন্ডেশন ও জেএমজি ফার্নিচার।
চন্দনাইশ সমিতির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় ও সভাপতি মাকসুদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সংক্ষিপ্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি ও প্রধান উপদেষ্টা, বিশিষ্ট চক্ষুরোগ বিশেষজ্ঞ ও চট্টগ্রাম-১৪ আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী ডা. শাহাদাৎ হোসেন।
তিনি বলেন,“প্রত্যন্ত অঞ্চলের মানুষের জন্য মানসম্মত চিকিৎসা সেবা নিশ্চিত করা এখন সময়ের দাবি। স্বাস্থ্যসেবা প্রতিটি মানুষের মৌলিক অধিকার—এই অধিকার নিশ্চিত করতে আমি সবসময় মানুষের পাশে আছি এবং ভবিষ্যতেও থাকব।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আজম খান, সিনিয়র সহসভাপতি আব্দুল মান্নান, ট্রাস্টি সেক্রেটারি আব্দুন নবী খান, চক্ষু ক্যাম্প আহ্বায়ক আরশাদ উল্লাহ, সদস্য সচিব আ.ন.ম হাসানসহ সমিতির নেতৃবৃন্দ।
চক্ষু চিকিৎসা সেবায় প্রায় ১,০০০ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসা, ওষুধ ও চশমা প্রদান করা হয়। এর মধ্যে ছানি রোগে আক্রান্ত ২৫০ জনকে বাছাই করা হয় যারা আগামী ১৪ এপ্রিল ২০২৫ তারিখে চট্টগ্রাম শেভরন আই হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টারে ছানি অপারেশনের জন্য নির্ধারিত রয়েছেন।
চক্ষুশিবির পরিদর্শনে আসেন চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ নুরুজ্জামান, উপজেলা জামায়াতের আমির কুতুবউদ্দিন, বৈষম্য বিরোধী ছাত্র-আন্দোলনের সদস্য সচিব তৌহিদুল ইসলাম সাইদ, স্টুডেন্ট এলায়েন্স ফর ডেমোক্রেসির আহ্বায়ক জমির উদ্দিন, জাতীয় নাগরিক পার্টির সৈয়দ মোহাম্মদ ইমরানসহ স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
কালের সমাজ// এ.জে
আপনার মতামত লিখুন :