ঢাকার রামপুরা এলাকা থেকে অপহৃত এসএসসি পরীক্ষার্থী আরেফিন কামরুল ইসলাম (১৭)-কে সাতক্ষীরার নিউ মার্কেট এলাকার একটি চায়ের দোকান থেকে উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১২ এপ্রিল) ভোররাতে তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর থানা পুলিশ।
সাতক্ষীরা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার শেখ ইমরান হোসেন জানান, একটি পুলিশ টিম ভোররাতে অভিযান চালিয়ে নিউ মার্কেট এলাকা থেকে কামরুলকে উদ্ধার করে। বর্তমানে সে সদর থানা হেফাজতে রয়েছে এবং পরবর্তীতে রামপুরা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।
থানায় দেওয়া জবানবন্দিতে কামরুল জানায়, বাংলা প্রথম পত্রের পরীক্ষা শেষে বৃহস্পতিবার বিকেলে ল্যাপটপ মেরামতের উদ্দেশ্যে সে এ্যালিফ্যান্ট রোডে যাচ্ছিল। মগবাজার ফ্লাইওভার থেকে নামার সময় কয়েকজন অজ্ঞাত ব্যক্তি তাকে ধরে ঘাড় ঘুরিয়ে অজ্ঞান করে ফেলে। জ্ঞান ফিরে সে দেখে, অজ্ঞাত স্থানে আটকে রেখে তাকে মারধর করা হয়। পরে কোনোভাবে তাদের কবল থেকে পালিয়ে হেঁটে সাতক্ষীরার নিউ মার্কেট এলাকায় গিয়ে একটি চায়ের দোকানে আশ্রয় নেয়। সেখান থেকে সে তার বাবা হারুণ-অর-রশিদের সঙ্গে যোগাযোগ করে।
আরেফিনের বাবা জানান, অপহরণকারীরা তার কাছে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে এবং মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে তিনি ২৬ হাজার টাকা পরিশোধ করেন। কিন্তু ছেলেকে মুক্ত না পেয়ে রামপুরা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন এবং পুলিশের সহায়তা চান। পুলিশ নারায়ণগঞ্জের বিভিন্ন স্থানে অভিযান চালায়, তবে শেষ পর্যন্ত কামরুল নিজেই পালিয়ে আসতে সক্ষম হয়।
উল্লেখ্য, কামরুল ইসলাম খিলগাঁও উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী। অপহরণের ঘটনাটি রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ সৃষ্টি করেছে।
কালের সমাজ// এ.জে
আপনার মতামত লিখুন :