ঢাকা বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫, ৪ বৈশাখ ১৪৩২

নারায়ণগঞ্জের সোনারগাঁ ও রূপগঞ্জে পৃথক স্থানে তিনটি লাশ উদ্ধার

খন্দকার সোহাগ, নারায়ণগঞ্জ এপ্রিল ১২, ২০২৫, ০৬:২৯ পিএম নারায়ণগঞ্জের সোনারগাঁ ও রূপগঞ্জে পৃথক স্থানে তিনটি লাশ উদ্ধার

নারায়ণগঞ্জের সোনারগাঁ ও রূপগঞ্জে পৃথক স্থানে তিনটি লাশ উদ্ধার
নারায়ণগঞ্জ প্রতিনিধি:

নারায়ণগঞ্জের সোনারগাঁ ও রূপগঞ্জ উপজেলায় পৃথক তিনটি ঘটনায় তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১২ এপ্রিল) সকালে মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।

নিহতরা হলেন:

  • সিরাজুল ইসলাম (৭০) – সোনারগাঁ উপজেলার পিরোজপুর এলাকার বাসিন্দা
  • দেলোয়ার হোসেন নয়ন (৪৬) – কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার বাসিন্দা
  • এক নবজাতক কন্যা শিশু

সোনারগাঁ: বৃদ্ধের মরদেহ ঘন ঝোপে
সকালে সোনারগাঁয়ের কান্দারগাঁও এলাকার একটি মাঠের ঘন ঘাসের ঝোপ থেকে সিরাজুল ইসলামের মরদেহ উদ্ধার করা হয়।
নিহতের স্বজনরা জানান, তিনি গত ৬ এপ্রিল সকালে বাসা থেকে বের হয়ে আর ফেরেননি। পরদিন সোনারগাঁ থানায় একটি নিখোঁজ ডায়েরি করা হয়।

সোনারগাঁ থানার ওসি মসিউর রহমান বলেন, "ওই বৃদ্ধ শ্বাসকষ্টসহ বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। তার মৃত্যু স্বাভাবিক বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে মৃত্যুর সঠিক কারণ জানতে মরদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।"


রূপগঞ্জ উপজেলার পূর্বাচল উপশহরের ১ নম্বর সেক্টর থেকে দেলোয়ার হোসেন নয়ন নামের এক ব্যক্তির গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়।
তার শরীরে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ঘটনাস্থল থেকে একটি রক্তমাখা ছুরিও উদ্ধার করেছে পুলিশ।

রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী বলেন, "মরদেহের অবস্থা দেখে ধারণা করা হচ্ছে অন্তত দুই দিন আগে তাকে হত্যা করা হয়েছে। খুনের রহস্য উদঘাটনে তদন্ত চলছে।"

নিহতের চাচাতো ভাই সুমন তালুকদার জানান, দেলোয়ার পেশায় গাড়িচালক ছিলেন ও গাজীপুরে বসবাস করতেন। তবে তার খুন হওয়ার পেছনে কোনো সুনির্দিষ্ট কারণ পরিবারের জানা নেই।

রূপগঞ্জে নবজাতকের মরদেহ উদ্ধার একই উপজেলার দাউদপুর ইউনিয়নের খৈসার বেড়িবাঁধ এলাকার একটি পরিত্যক্ত ভিটা থেকে কাপড়ে মোড়ানো এক নবজাতক কন্যাশিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।
পুলিশ স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

ওসি লিয়াকত আলী বলেন, "নবজাতকটির মৃত্যুর কারণ ও ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে কাজ শুরু হয়েছে।"

 

কালের সমাজ// এ.জে

Side banner