নারায়ণগঞ্জের রূপগঞ্জে পাঁচ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে হাসান মিয়া (৩৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (১২ এপ্রিল) উপজেলার ভুলতা ইউনিয়নের আউখাবো এলাকা থেকে তাকে আটক করা হয়।
গ্রেফতারকৃত হাসান মিয়া কুড়িগ্রাম জেলার রাজারহাট থানার গতিয়াসন গ্রামের কফিল মিয়ার ছেলে। বর্তমানে তিনি রূপগঞ্জের আউখাবো গ্রামে ভাড়া থেকে স্থানীয় একটি গার্মেন্টসে চাকরি করছেন।
পুলিশ জানায়, সকালে বাসা থেকে খেলতে বের হলে শিশুটি নিখোঁজ হয়। দুপুরের দিকে পরিবারের সদস্যরা বাড়ির পাশের একটি পরিত্যক্ত ঘরে তাকে হাত ও মুখ বাঁধা অবস্থায় উদ্ধার করেন। একই সময় সন্দেহভাজন হাসান মিয়াকে স্থানীয়রা আটক করে পুলিশের হাতে তুলে দেন।
শিশুটিকে তাৎক্ষণিকভাবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় শিশুর বাবা আবদুল করিম বাদী হয়ে রূপগঞ্জ থানায় হাসান মিয়ার বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা দায়ের করেন।
রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) লিয়াকত আলী বলেন, "ঘটনার লিখিত অভিযোগ পেয়েছি। সুষ্ঠু তদন্তের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।"
কালের সমাজ// এ.জে
আপনার মতামত লিখুন :