ঢাকা রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫, ২৯ চৈত্র ১৪৩১

লামায় অবৈধ ইটভাটায় প্রশাসনের অভিযান, ৪ লাখ টাকা জরিমানা

মো. ইসমাইলুল করিম, নিজস্ব প্রতিবেদক এপ্রিল ১২, ২০২৫, ০৪:১৪ পিএম লামায় অবৈধ ইটভাটায় প্রশাসনের অভিযান, ৪ লাখ টাকা জরিমানা

বান্দরবানের লামা উপজেলায় অবৈধভাবে পরিচালিত দুইটি ইটভাটায় অভিযান চালিয়ে ৪ লক্ষ টাকা জরিমানা আদায় করেছে উপজেলা প্রশাসন। শনিবার (১২ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে ফাইতং ইউনিয়নের ফাদুরছড়া ও বাঙালি পাড়ায় এ অভিযান পরিচালনা করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রুপায়ন দেবের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে M.M.B ব্রিকস-এর মালিককে ২ লক্ষ টাকা জরিমানা ও ২৫০ ঘনফুট অবৈধ কাঠ জব্দ করা হয়। একই অপরাধে E.B.M ব্রিকস-এর মালিকের কাছ থেকেও ২ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়।

রুপায়ন দেব জানান, “বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০)-এর ধারা ১৫(১) লঙ্ঘনের দায়ে এ অভিযান পরিচালনা করা হয়। পাহাড় কেটে ও পরিবেশ বিধি অমান্য করে ইটভাটা পরিচালনা করায় এই জরিমানা আদায় করা হয়েছে।”

অভিযানে লামা থানা পুলিশ ও ফায়ার সার্ভিস সহযোগিতা করে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিবেশ বিধ্বংসী কর্মকাণ্ডের বিরুদ্ধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

 

কালের সমাজ// এ.জে

Side banner

পথে-প্রান্তরে বিভাগের আরো খবর