ঢাকা রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫, ২৯ চৈত্র ১৪৩১
চট্টগ্রামে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে শাহজাহান চৌধুরী

শুধু শেখ হাসিনা নয়, সব ‍‍`লীগেই‍‍` লুটপাটে জড়িত

সৈয়দ মিয়া, চট্টগ্রাম প্রতিনিধি এপ্রিল ১২, ২০২৫, ১১:৩৪ এএম শুধু শেখ হাসিনা নয়, সব ‍‍`লীগেই‍‍` লুটপাটে জড়িত

চট্টগ্রাম মহানগর জামায়াতের আমির ও সাবেক সংসদ সদস্য মাওলানা মো. শাহজাহান চৌধুরী বলেছেন, “শুধু শেখ হাসিনাই নন, বরং সব লীগেই কমবেশি লুটপাটে জড়িত ছিল।” শুক্রবার (১১ এপ্রিল) সন্ধ্যায় ইপিজেড থানাধীন ৩৯ নম্বর ওয়ার্ডের দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, “বিদায়ী ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসররা দেশের সম্পদ, টাকা-পয়সা, এমনকি ব্যাংক পর্যন্ত লুটপাট করেছে। এসব অপকর্মের দায় শুধু একটি ব্যক্তির নয়, গোটা শাসকগোষ্ঠীর।”

মাওলানা শাহজাহান আরও বলেন, “এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ আর কখনো রাজপথে রাজনীতি বা আন্দোলনের ময়দানে ফিরতে পারবে না। কিছু শক্তি তাদের মিথ্যা গল্প শুনিয়ে ভারতীয় এজেন্ডা অনুযায়ী আবার ভোটের রাজনীতিতে ফিরিয়ে এনে ইসলামী আন্দোলনকে বাধাগ্রস্ত করার অপচেষ্টা চালাচ্ছে।”

তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “শয়তান ভালো হতে পারে না। যারা তাদের সমর্থন করবে, তারাও ইসলামী হুকুমতের কঠিন শাস্তির আওতায় আসবে।”

তিনি জানান, আগামী জুলাই-আগস্ট থেকে বাংলাদেশে ইসলামী আন্দোলনের নেতৃত্ব প্রতিষ্ঠার কাজ শুরু হবে। এ লক্ষ্যে আজ থেকেই বীর চট্টলার প্রতিটি ঘরে জামায়াতে ইসলামীর দাওয়াত পৌঁছে দিতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৩৯ নম্বর ওয়ার্ড জামায়াতের আমির মো. ওসমান গণি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাবেক কাউন্সিলর ও চট্টগ্রাম-১১ আসনের এমপি প্রার্থী আলহাজ্ব শফিউল আলম, ইপিজেড থানা জামায়াতের আমির মো. আবু মোকারম, কাউন্সিলর প্রার্থী অ্যাডভোকেট মো. শাহেদ, সমাজসেবক হাজি মো. মুজিবুল হক বকুল, সাংবাদিক মুহাম্মদ হোসাইন, সাবেক শিক্ষক মাওলানা মো. মোখতার আহম্মদ এবং মজলিসে শূরা সদস্য মো. আব্দুল্লাহ আল আরিফ প্রমুখ।

অনুষ্ঠানে বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ ও সাংগঠনিক কমিটির দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।

 

কালের সমাজ// এ.জে

Side banner

পথে-প্রান্তরে বিভাগের আরো খবর