ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াছিন ফেরদৌস মুরাদ বলেছেন, পতিত স্বৈরাচারের দোসররা এখনো রাষ্ট্রযন্ত্রের বিভিন্ন স্তরে ঘাপটি মেরে আছে। এসব দোসরদের বিতাড়িত করাই রাষ্ট্র সংস্কারের প্রথম কাজ হওয়া উচিত।
শনিবার (২২ মার্চ) ধামরাই উপজেলার সোমভাগ ইউনিয়ন বিএনপির আয়োজনে এক দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মুরাদ বলেন, “আওয়ামী লীগের দোসররা সরকারের ছত্রচ্ছায়ায় থেকে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে এবং পতিত স্বৈরাচারের দোসরদের পুনর্বাসনের পাঁয়তারা চালাচ্ছে। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠানের পাঁয়তারা করা হচ্ছে, যা দোসরদের পুনর্বাসনের সুযোগ করে দেবে।”
তিনি আরও বলেন, “গত তিনটি জাতীয় নির্বাচনে জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। তরুণ প্রজন্মের কোটি কোটি ভোটার এখনো জীবনে একবারও ভোট দিতে পারেনি। তাই, এ প্রজন্মের রাজনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে জাতীয় নির্বাচনই হতে হবে প্রথম পদক্ষেপ।”
এসময় ধামরাই উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম এ জলিলের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন—স্থানীয় বিএনপি নেতা লোকমান দেওয়ান, মজিবর রহমান খান, আফসার উদ্দিন, ইবাদুল হক জাহিদ, খুররম চৌধুরী টুটুল, শাহাজাহান হোসেন শিপু, আবু তাহের ও আক্তারুজ্জামান লিটন প্রমুখ।
কালের সমাজ// এ.জে
আপনার মতামত লিখুন :