ঢাকা রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫, ২৯ চৈত্র ১৪৩১

আলফাডাঙ্গা বিএনপির ঐক্যের ডাক

মিয়া মোরাদ, ফরিদপুর প্রতিনিধি এপ্রিল ১২, ২০২৫, ১০:৫৭ এএম আলফাডাঙ্গা বিএনপির ঐক্যের ডাক

দীর্ঘদিন ধরে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা বিএনপির নেতৃত্ব নিয়ে একে অপরের প্রতি রেষারেষি, প্রভাব বিস্তার এবং বিভক্তি দলটির কার্যক্রমে নেতিবাচক প্রভাব ফেলছিল। এতে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়ার পাশাপাশি, সাধারণ নেতাকর্মীদের মাঝেও অসন্তোষ দেখা দেয়। তবে এতদিনেও এই সমস্যার কোনো কার্যকর সমাধান হয়নি।

অবশেষে দলের কিছু সচেতন নেতাকর্মীর উদ্যোগে—বিশেষ করে পৌর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইসরাফিল মোল্লার নেতৃত্বে—গত বৃহস্পতিবার বিকেলে আলফাডাঙ্গা হাসপাতালের সামনে একটি হোটেলে আয়োজিত এক বৈঠকে বিভিন্ন পর্যায়ের (উপজেলা, পৌর, ইউনিয়ন ও ওয়ার্ড) বিএনপি নেতাকর্মীরা একত্রিত হন।

বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে ঐক্যমতে পৌঁছান নেতাকর্মীরা। তারা দলীয় শৃঙ্খলা বজায় রেখে সকল সিদ্ধান্ত মেনে চলার অঙ্গীকার করেন।

সভায় গুটিকয়েক চাঁদাবাজ, দখলবাজ, মামলাবাজদের বিরুদ্ধে তীব্র নিন্দা ও তিরস্কার জানানো হয় এবং তাদের বিরুদ্ধে কেন্দ্রীয়ভাবে ব্যবস্থা নেওয়ার দাবিও তোলা হয়।

সভায় সভাপতিত্ব করেন বিএনপি নেতা মো. রবিউল ইসলাম রিপন এবং পরিচালনা করেন মো. ইসরাফিল মোল্লা। উপস্থিত ছিলেন বিএনপি নেতা খসরুজ্জামান, মনিরুজ্জামান মনির, রেজাউল করিম, বাসারুল বারী শাহিন, হোসেন খাইরুল ইসলাম রনি, মোস্তাফিজুর রহমান, মো. আবুল কালাম, মো. রবিউল ইসলামসহ আরও অনেক নেতাকর্মী।

 

কালের সমাজ// এ.জে

Side banner

পথে-প্রান্তরে বিভাগের আরো খবর