গাজীপুরের শ্রীপুরে শিক্ষার্থী হত্যা মামলার পলাতক আসামি শফিক মোড়লকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি গাজীপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাছির মোড়লের পিতা।
শুক্রবার (১১ এপ্রিল) দুপুরে শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ী গ্রামের মাদবরবাড়ী মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মন্ডল।
ওসি জয়নাল আবেদীন মন্ডল জানান, গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সংঘটিত শিক্ষার্থী হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলার অন্যতম আসামি ছিলেন শফিক মোড়ল। ঘটনার পর থেকে তিনি পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
তিনি আরও জানান, শনিবার (১২ এপ্রিল) গ্রেফতারকৃত শফিক মোড়লকে গাজীপুর আদালতে পাঠানো হবে।
ঘটনার পর এলাকায় আতঙ্ক বিরাজ করছে এবং স্থানীয় প্রশাসন নিরাপত্তা জোরদার করেছে বলে জানা গেছে।
কালের সমাজ// এ.জে
আপনার মতামত লিখুন :