ঢাকা শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২
আলফাডাঙ্গায়

অপপ্রচারের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতে সাংবাদিককে জরিমানা

মিয়া মোরাদ, আলফাডাঙ্গা,ফরিদপুর এপ্রিল ১১, ২০২৫, ০৫:১২ পিএম অপপ্রচারের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতে সাংবাদিককে জরিমানা

ফরিদপুরের আলফাডাঙ্গায় এক প্রবাসীর স্ত্রীর বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে অর্থ দাবি করার অভিযোগে এক ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযুক্ত রফিকুল ইসলাম নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে প্রতারণামূলক কর্মকাণ্ডে জড়িত বলে অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) দুপুরে আলফাডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রায়হানুর রহমান এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, এক প্রবাসীর স্ত্রীকে ‘অন্য পুরুষের সঙ্গে অনৈতিক সম্পর্ক রয়েছে’—এমন অভিযোগ এনে রফিকুল ইসলাম তার নিকট ৫ লাখ টাকা দাবি করেন। বিষয়টি ভুক্তভোগী মহিলা উপজেলা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ আকারে উপস্থাপন করলে তাৎক্ষণিকভাবে অভিযুক্ত রফিকুল ইসলামকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের সম্মুখে হাজির করা হয়।

ভ্রাম্যমাণ আদালত রফিকুল ইসলামের দোষ প্রমাণিত হওয়ায় তাকে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন এবং ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার মুচলেকা নিয়ে মুক্তি দেন।

রফিকুল ইসলাম নিজেকে "আলফাডাঙ্গা উপজেলা প্রেসক্লাব"-এর সদস্য দাবি করলেও প্রেসক্লাবের সভাপতি আলমগীর কবির বিষয়টি অস্বীকার করে বলেন, “রফিকুল ইসলাম আমাদের প্রেসক্লাবের কোনো সদস্য নন। তার বিরুদ্ধে বিভিন্ন সময় অনৈতিক ও প্রতারণামূলক কর্মকাণ্ডের অভিযোগ এসেছে।”

স্থানীয়দের অভিযোগ, রফিকুল ইসলাম দীর্ঘদিন ধরে সাংবাদিকতার পরিচয়ে সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে অর্থ আদায়ের চেষ্টা করে আসছিলেন।

এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রশাসন জানিয়েছে, ভবিষ্যতে এ ধরনের প্রতারণা ও অপসাংবাদিকতা রোধে নিয়মিত অভিযান চালানো হবে।

 

কালের সমাজ// এ.জে

Side banner