গাজায় ইসরায়েলি বাহিনীর বর্বর হামলার প্রতিবাদে শুক্রবার (১১ এপ্রিল) জুমার নামাজের পর ফেনীর জিরো পয়েন্টে অনুষ্ঠিত হয় এক বিশাল বিক্ষোভ সমাবেশ। ফিলিস্তিনের নিরীহ শিশু, নারী ও বয়স্কদের উপর ইসরায়েলের নিষ্ঠুর আগ্রাসনের প্রতিবাদে আয়োজিত এ সমাবেশে উত্তাল হয়ে ওঠে পুরো শহর।
বিক্ষোভকারীরা এক সুরে স্লোগান তোলেন—“ট্রাম্প নেতানিয়াহুর গালে গালে, জুতা মারো তালে তালে।” ফিলিস্তিনের জাতিগত নিধন বন্ধ এবং মুসলিম বিশ্বের ঐক্য কামনায় ছিল বিক্ষোভকারীদের দৃঢ় আহ্বান।
ফেনী জেলা ইমাম পরিষদের নেতৃত্বে আয়োজিত এ কর্মসূচিতে জেলার বিভিন্ন ওয়ার্ড ও থানা এলাকার ধর্মপ্রাণ মুসল্লিগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। সমাবেশে বক্তারা বলেন, “ইসরায়েল বারবার যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘন করে ফিলিস্তিনের শিশু ও নারীদের ওপর বোমা বর্ষণ করছে। এটি মানবতাবিরোধী অপরাধ।”
সমাবেশ শেষে সিএনজি চালকরা ফেনী শহরের অলিগলিতে ফিলিস্তিনের পতাকা উড়িয়ে শোডাউন প্রদর্শন করেন। তাদের হাতে থাকা ব্যানারে লেখা ছিল, “গাজা আমাদের রক্তের সাথে সম্পর্কিত, নিরব থাকা হারাম।” পুরো শহরজুড়ে প্রতিবাদের ঢেউ ছড়িয়ে পড়ে।
‘আমার ছেলেকেও পাঠাবো যুদ্ধে’—এক পিতার হৃদয়বিদারক অভিব্যক্তি বিক্ষোভে অংশ নেওয়া এক পিতা বলেন, “আমি আল-আকসা মসজিদ রক্ষায় জীবন দেবো, আমার ১২ বছরের ছেলেকেও পাঠাবো এই যুদ্ধে। ফিলিস্তিনের শিশুদের যেভাবে হত্যা করা হচ্ছে, তা সহ্য করা যায় না।” তার চোখে জল, গলায় তীব্র ক্ষোভ।
বিক্ষোভে অংশ নেওয়া একাধিক মসজিদের ইমাম জানান, “ইসরায়েল ড্রোন ও যুদ্ধবিমান দিয়ে নিরীহ মুসলিমদের উপর পরিকল্পিতভাবে গণহত্যা চালাচ্ছে। এ থেকে সাংবাদিক, চিকিৎসক, এমনকি হাসপাতালও রক্ষা পাচ্ছে না।”
সমাবেশে বক্তারা আহ্বান জানান, ফেনীর কোনও দোকানে যেন ইসরায়েলি পণ্য বিক্রি না হয়। মাইকিং করে ব্যবসায়ীদের সতর্ক করা হয়—ইসরায়েলি পণ্য বিক্রি বা প্রচার করলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।
“অ্যাকশন! অ্যাকশন! ডাইরেক্ট অ্যাকশন!”—এই স্লোগানে গর্জে ওঠে পুরো সমাবেশ।
টাং রোড দোয়েল চত্বর থেকে শুরু হয়ে মডেল থানা হয়ে শহরের বড় মসজিদ প্রাঙ্গণে এসে বিক্ষোভ কর্মসূচির আনুষ্ঠানিক পরিসমাপ্তি ঘটে। হাজারো মানুষের উপস্থিতিতে শান্তিপূর্ণভাবে শেষ হয় এই প্রতিবাদ সমাবেশ।
সংবিধান অনুযায়ী শান্তিপূর্ণ প্রতিবাদ প্রত্যেক নাগরিকের অধিকার। তবে, যেন সহিংসতা ও উস্কানিমূলক কর্মকাণ্ড না ঘটে, সে বিষয়ে সবার সচেতন থাকা জরুরি।
কালের সমাজ// এ.জে
আপনার মতামত লিখুন :