ঢাকা রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫, ২৯ চৈত্র ১৪৩১

কালিহাতীতে নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

মোঃ মোজাফর আলী, টাঙ্গাইল প্রতিনিধি এপ্রিল ১০, ২০২৫, ০৮:২০ পিএম কালিহাতীতে নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

টাঙ্গাইলের কালিহাতীতে উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ ১৪৩২ উদাযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।  বৃহস্পতিবার ( ১০ এপ্রিল )  বিকেলে উপজেলা কনফারেন্স রুমে এ প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. খায়রুল ইসলামের সভাপতিত্বে প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন- কালিহাতী পৌর বিএনপির সভাপতি ইঞ্জি. সহিদুর রহমান সিদ্দিকী, ওয়াহেদুজ্জামান তৌহিদ প্রমুখ,।  এসময় উপজেলা প্রকৌশলী আরিফুল ইসলাম,  প্রাণী সম্পদ কর্মকর্তা মেহেদী হাসান, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা আছাদুজ্জামান  কৃষকদল নেতা শরীফুল আলম মাসুদ,বিশিষ্ট ব্যবসায়ী আজহার আলী রাজাসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দরা উপস্থিত ছিলেন।

বক্তারা বাংলা নববর্ষকে যথাযোগ্য মর্যাদা, উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপন করতে সামাজিক-সাংস্কৃতিক-রাজনৈতিক সংগঠনসহ কালিহাতীর সকল মানুষের সম্মিলিত অংশগ্রহণ ও সহযোগীতা প্রয়োজন। 

 

 

কালের সমাজ//এ.জে

Side banner

পথে-প্রান্তরে বিভাগের আরো খবর