সারা দেশের মতো সাতক্ষীরায়ও শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা। এবার জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মোট ২১ হাজার ৯৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে।
এর মধ্যে এসএসসি পরীক্ষার্থী ১৪ হাজার ৬০০ জন, দাখিল ৫ হাজার ৩৩৪ জন এবং ভোকেশনাল ১ হাজার ৫৯ জন।
সাতক্ষীরায় ৫১টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে ২৯টি এসএসসি, ১৪টি দাখিল এবং ৮টি ভোকেশনাল কেন্দ্র নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন জেলা শিক্ষা কর্মকর্তা।
তিনি আরও জানান, পরীক্ষার সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পরীক্ষা কেন্দ্রগুলোতে কড়া নজরদারি রাখা হচ্ছে, যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে। তবে অভিভাবকদের উপচেপড়া ভিড় ও কেন্দ্রের সামনে রাস্তা সংকীর্ণ হওয়ায় ব্যাপক যানজট সৃষ্টি হয়েছে। পুলিশের সহযোগিতা নিয়ে শিক্ষার্থীদের হলে প্রবেশ করানো হয়েছে।
পরীক্ষার্থীদের অভিভাবকরা সন্তোষ প্রকাশ করে বলেন, শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় তারা সন্তুষ্ট।
কালের সমাজ//এ.জে
আপনার মতামত লিখুন :