ঢাকা সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫, ১ বৈশাখ ১৪৩২
সাতক্ষীরায়

এসএসসি পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে যুবক আটক, ১০ দিনের জেল

এম রফিক, সাতক্ষীরা প্রতিনিধি এপ্রিল ১০, ২০২৫, ০৭:৩৩ পিএম এসএসসি পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে যুবক আটক, ১০ দিনের জেল

সাতক্ষীরার তালা উপজেলার খলিষখালী মাগুরা এসসি কলেজিয়েট ইনস্টিটিউশন কেন্দ্রে এসএসসি পরীক্ষায় অন্যের হয়ে পরীক্ষা দিতে গিয়ে এক যুবককে আটক করে ১০ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।

আটক যুবকের নাম শেখ হাফিজুর রহমান। তিনি তালা উপজেলার মাগুরা গ্রামের এসকে আব্দুল হামিদের পুত্র। বৃহস্পতিবার (১০ এপ্রিল) বাংলা প্রথম পত্র পরীক্ষার দিন তাকে আটক করা হয়।

কেন্দ্র সচিব যোগেশ চন্দ্র দাস জানান, ১১ নম্বর কক্ষে পরীক্ষা দিতে আসা শেখ হাফিজুর রহমানের রোল নম্বর ছিল ৭৮৫৪৮২ এবং রেজিস্ট্রেশন নম্বর ২১১৩৩০৯১৪৩। পরীক্ষার সময় তার ছবির সঙ্গে চেহারার মিল না থাকায় সন্দেহ হয় পরীক্ষকদের। পরে তাকে জিজ্ঞাসাবাদে প্রক্সি দেয়ার বিষয়টি নিশ্চিত হওয়া যায়।

ঘটনাস্থলে উপস্থিত নির্বাহী ম্যাজিস্ট্রেট ও তালা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান তাৎক্ষণিকভাবে তাকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন এবং পুলিশের হেফাজতে পাঠানো হয়।

এ বিষয়ে তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ শাহিনুর রহমান বলেন, আটক যুবককে আদালতের নির্দেশনা অনুযায়ী জেল হাজতে পাঠানো হবে।

 

কালের সমাজ//এ.জে

Side banner