গাইবান্ধা জেলা স্টেডিয়ামে শুক্রবার (১১ এপ্রিল) থেকে শুরু হচ্ছে টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট `ইন্ডিপেন্ডেন্স কাপ । জেলা প্রশাসনের আয়োজনে এবং জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে।
শুক্রবার সকাল ৯টায় জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির আহ্বায়ক চৌধুরী মোয়াজ্জম আহমদ প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।
বৃহস্পতিবার বিকেলে জেলা স্টেডিয়ামে ক্রীড়া সংস্থার মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য সচিব ও জেলা ক্রীড়া অফিসার মো. আলমগীর হোসেন।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক একেএম হেদায়েতুল ইসলাম, ক্রীড়া সংগঠক শহিদুজ্জামান শহীদ, মনির হোসেন, ধীরেশ চক্রবর্ত্তী উজ্জ্বল, আহসানুল কবির রুদ্র ও শফিকুল ইসলাম রুবেল প্রমুখ।
সংবাদ সম্মেলনে জানানো হয়, টুর্নামেন্টে ঢাকা, রাজশাহী, রংপুর, দিনাজপুর, বগুড়া, জামালপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম ও স্বাগতিক গাইবান্ধার দুটি দলসহ মোট ১৬টি দল অংশ নিচ্ছে। টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী ২০ এপ্রিল।
এই টুর্নামেন্ট ঘিরে স্থানীয় ক্রীড়ামোদীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।
কালের সমাজ//এ.জে
আপনার মতামত লিখুন :