ঢাকা-আরিচা মহাসড়কে ছিনতাই ও ডাকাতি রোধে তৎপর হয়েছে সাভার মডেল থানা পুলিশ। বৃহস্পতিবার (৯ এপ্রিল ২০২৫) দুপুরে সাভারের কর্ণপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
সাভার মডেল থানার পুলিশ মহাসড়কে যানবাহন ও পথচারীদের নিরাপত্তা নিশ্চিত করতে এ অভিযান চালায়। এ সময় তারা বাস, ট্রাক ও অন্যান্য যানবাহনে তল্লাশি চালিয়ে সন্দেহভাজন ব্যক্তিদের শনাক্ত করার চেষ্টা করেন এবং অবৈধ অস্ত্র বা নিষিদ্ধ দ্রব্য খুঁজে বের করার লক্ষ্যে কঠোর নজরদারি করেন।
পুলিশ জানায়, এই অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে, যাতে ছিনতাই, ডাকাতি ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধ করা যায়।
এ বিষয়ে সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জুয়েল মিয়া বলেন, “সাভার এলাকায় ছিনতাইকারী ও ডাকাতচক্রের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স নীতিতে কাজ করছি। জনগণের নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের অগ্রাধিকার।”
পুলিশের এই উদ্যোগে স্থানীয় জনসাধারণের মধ্যে স্বস্তি ফিরে এসেছে এবং অনেকেই পুলিশের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন।
কালের সমাজ// এ.জে
আপনার মতামত লিখুন :