ঢাকার সাভারে এসএসসি পরীক্ষার্থীদের জন্য সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে এবং অভিভাবকদের সহায়তায় ব্যতিক্রমী মানবিক উদ্যোগ গ্রহণ করেছে সাভার পৌর ছাত্রদল।
ঢাকা-১৯ আসনের সাবেক সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর দিকনির্দেশনায় সাভার রেডিও কলোনি স্কুল কেন্দ্রসহ একাধিক কেন্দ্রে অভিভাবকদের জন্য বসার জায়গা, সুপেয় পানির ব্যবস্থা, প্রাথমিক চিকিৎসা সেবা, টয়লেট সুবিধা এবং জরুরি পরিবহন ব্যবস্থা চালু করে ছাত্রদল। এই উদ্যোগের নেতৃত্ব দেন সাভার পৌর ছাত্রদলের নেতা আরমান হোসেন বাবু।
পরীক্ষাকেন্দ্রে উপস্থিত অভিভাবকরা জানান, অতীতের কোনো পরীক্ষায় এমন সহযোগিতামূলক পরিবেশ দেখেননি তারা। ছাত্রদলের এই মানবিক কর্মকাণ্ডে সন্তোষ প্রকাশ করে নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানান।
বৃহস্পতিবার (১০ এপ্রিল ২০২৫) সকাল ১১টায় কেন্দ্র পরিদর্শনে আসেন ঢাকা-১৯ আসনের সাবেক সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। তিনি উপস্থিত অভিভাবকদের সঙ্গে কথা বলেন এবং সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
এ সময় তার সঙ্গে ছিলেন সাভার পৌর বিএনপির সাধারণ সম্পাদক বদিউজ্জামান বদি, ঢাকা জেলা উত্তর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সুজন শিকদারসহ স্থানীয় ছাত্রদল ও বিএনপির অনেক নেতাকর্মী।
কালের সমাজ// এ.জে
আপনার মতামত লিখুন :