চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় সন্ত্রাসীদের গুলিতে আওয়াইমং মারমা (৩৩) নামে এক উপজাতি যুবক নিহত হয়েছেন। গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন আরও তিনজন। তারা সবাই পাহাড়ি সম্প্রদায়ের লেবু চাষি।
ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (১০ এপ্রিল) ভোররাতে, রাঙ্গুনিয়ার সরফভাটা ইউনিয়নের সীমান্তবর্তী বোয়ালখালী উপজেলার লেমু এলাকায়।
নিহত ও আহতরা
নিহত: আওয়াইমং মারমা, পিতা অংসিপ্রু মারমা, বড়খোলাপাড়া, সরফভাটা
আহত:
মংরে মারমা (৩৫) – বুকে গুলিবিদ্ধ
হ্লাসাথুই মারমা (২৫) – পেটে গুলি
উসাইমং মারমা (১৭) – হাতে গুলি
তিনজনই বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
স্থানীয়দের বরাতে জানা যায়, নিহত ও আহতরা প্রতিদিনের মতো লেবু বাগান পাহারা দিতে গিয়েছিলেন। ভোররাতে অতর্কিতভাবে একদল সশস্ত্র সন্ত্রাসী তাদের ওপর গুলি চালায়। এতে ঘটনাস্থলেই আওয়াইমং মারমার মৃত্যু হয়।
স্থানীয় মাস্টার অনন্ত চৌধুরী বলেন, “সম্প্রতি এলাকায় লেবু চুরির ঘটনা বেড়ে গেছে। এজন্য তারা নিয়মিত বাগান পাহারা দিতে যেতেন।”
সন্ত্রাসীদের দৌরাত্ম্য বেড়েছে
এই হামলা ছাড়া সম্প্রতি আরও কয়েকটি সহিংসতার ঘটনা ঘটেছে রাঙ্গুনিয়ায়:
এক লেবু ব্যবসায়ীর হাত কেটে বিচ্ছিন্ন করে ফেলা
রাতে কুপিয়ে আহত করার একাধিক ঘটনা
মীরেরখীল বাজারে আওয়ামী লীগ নেতা নুরুল ইসলাম তালুকদারকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা
দক্ষিণ রাঙ্গুনিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. শাহিন জানান, “খবর পেয়ে ঘটনাস্থলে রওনা দিয়েছি। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
কালের সমাজ// এ.জে
আপনার মতামত লিখুন :