ঢাকা শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২

সুন্দরবনে অপহৃত ছয় নারীসহ ৩৩ জেলে উদ্ধার

খান আশিকুজ্জামান, মোংলা (বাগেরহাট) প্রতিনিধি এপ্রিল ১০, ২০২৫, ০১:১৮ পিএম সুন্দরবনে অপহৃত ছয় নারীসহ ৩৩ জেলে উদ্ধার

সুন্দরবনের পশ্চিমাঞ্চল থেকে অপহৃত ছয় নারীসহ ৩৩ জন জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড। অভিযানের সময় তাদের ব্যবহৃত ১৬টি মাছ ধরার নৌকাও উদ্ধার করা হয়। বৃহস্পতিবার (১০ এপ্রিল) দুপুরে উদ্ধারকৃতদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে নিশ্চিত করেছেন কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম উল হক।

তিনি জানান, খুলনার কয়রা উপজেলার বাসিন্দা ওই ৩৩ জন জেলেকে মুক্তিপণের উদ্দেশ্যে অপহরণ করে পশ্চিম সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাতদল ‘করিম ও শরীফ বাহিনী’। তথ্যের ভিত্তিতে বুধবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মোংলা ও নলিয়ান রেঞ্জের করাকরি নদীর মোল্লাখালি এলাকায় অভিযান চালানো হয়।

অভিযানের সময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাতদল ফাঁকা গুলি ছুড়তে ছুড়তে বনের গহীনে পালিয়ে যায়। এরপর ওই এলাকা তল্লাশি করে অপহৃত ৩৩ জন জেলে ও ১৬টি নৌকা উদ্ধার করা হয়।

উদ্ধারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে মোংলায় নিয়ে আসা হয়েছে। দুপুরে তাদের নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান কোস্টগার্ড কর্মকর্তারা।

লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম উল হক বলেন,“কোস্টগার্ডের তৎপর অভিযানের ফলে অপহরণকারীরা পালিয়ে যেতে বাধ্য হয় এবং জেলেদের নিরাপদে উদ্ধার সম্ভব হয়। সুন্দরবনের জলদস্যু ও ডাকাত নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

 

কালের সমাজ// এ.জে

Side banner