গোপালগঞ্জের মুকসুদপুরে বাংলা নববর্ষ ১৪৩২ বঙ্গাব্দ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৯ এপ্রিল) বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে, উপজেলা পরিষদ বিজয় সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার তাসনিম আক্তারের সভাপতিত্বে, এসময় উপস্থিত ছিলেন মুকসুদপুর থানা অফিসার ওসি (তদন্ত) শীতল কুমার পাল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জব্বার হোসেন, পল্লী বিদুৎ এর ডিজিএম তুষার আহমেদ, উপজেলা নির্বাচন অফিসার জুয়েল আহমেদ, বিএডিসি প্রকৌশলী মেহেদী হুসাইন, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ জাহাঙ্গীর আলম, সহকারী শিক্ষা অফিসার রফিকুল ইসলাম, এস এম মাহাতাব উদ্দিন, জনতা ব্যাংক মুকসুদপুর শাখার ম্যানেজার এনামুল হোসেন, মুকসুদপুর শিল্পকলার সদস্য সচিব মোস্তাফিজুর রহমান সেলিম, মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি ছিরু মিয়া, সাধারণ সম্পাদক কাজী ওহিদুল ইসলাম, মুকসুদপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি তারিকুল ইসলাম, অর্থ সম্পাদক কাইয়ুম শরিফ, দপ্তর সম্পাদক বাদশাহ মিয়া প্রমূখ।
সভায়, পহেলা বৈশাখ বাংলা নববর্ষের দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করেন।
কালের সমাজ//এ.জে
আপনার মতামত লিখুন :