চট্টগ্রাম মহানগরীর প্রধান সড়কগুলোতে দিন দিন বাড়ছে ব্যাটারিচালিত অটোরিকশার বেপরোয়া চলাচল। ট্রাফিক আইন অমান্য করে এবং প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে এসব অটোরিকশা যাত্রীদের জীবনের জন্য হুমকি হয়ে উঠেছে।
স্বল্প শিক্ষিত ও প্রশিক্ষণবিহীন চালকদের হাতে এসব যানবাহনের নিয়ন্ত্রণ থাকায় প্রায়ই দুর্ঘটনা ঘটছে, ঘটছে প্রাণহানিও। যাত্রীদের সময় বাঁচানোর তাড়ায় তারা দ্রুতগতির এ বাহন ব্যবহার করলেও, বিপরীতে জীবনের ঝুঁকি নিতে হচ্ছে প্রতিনিয়ত। চালকেরা যাত্রীদের একরকম জিম্মি করে ফেলছে বলে অভিযোগ অনেকের।
স্থানীয়রা জানান, ৫ আগস্টের আগে এসব ব্যাটারিচালিত অটোরিকশা কেবল অলিগলি পর্যন্ত সীমাবদ্ধ থাকলেও, ট্রাফিক বিভাগের শিথিল নজরদারির সুযোগে এখন তা প্রধান সড়কগুলোতেও চলছে নির্বিঘ্নে। পুলিশ বিভাগ এসব বন্ধের চেষ্টা করলেও চালক ও মালিকদের আন্দোলনের মুখে পদক্ষেপগুলো কার্যকর হয়নি।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসিব আজিজ বলেন, "৫ আগস্টের পর ট্রাফিক ব্যবস্থাপনায় কিছু দুর্বলতার সুযোগ নিয়ে অসাধু কিছু মালিক প্রধান সড়কে তাদের বাহন নামিয়ে দেয়। তবে সিএমপি নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছে—জব্দ ও জরিমানার মাধ্যমে। আমরা শিগগিরই আরও কঠোর ব্যবস্থা নেব।"
যাত্রীদের অভিমত, মূল সড়কে এসব অটোরিকশার চলাচল নিষিদ্ধ করলে দুর্ঘটনার সংখ্যা অনেকটাই কমে যাবে। তারা প্রশিক্ষণপ্রাপ্ত চালকদের মাধ্যমেই এসব বাহন পরিচালনার দাবি জানায়।
বিআরটিএ-এর নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও চালক ও মালিকপক্ষ নিয়ম ভেঙে সড়কে যান নামাচ্ছে, যা নগরবাসীর নিরাপত্তাকে চরম ঝুঁকিতে ফেলছে। নাগরিকরা সরকারের কাছে আরও কঠোর নিয়ন্ত্রণ ব্যবস্থা ও টেকসই সমাধানের দাবি জানিয়েছেন।
কালের সমাজ//এ.জে
আপনার মতামত লিখুন :