গোপালগঞ্জে বিএনপি চেয়ারপারসনের ছোট ছেলে মরহুম আরাফাত রহমান কোকোর শাশুড়ী এবং শর্মিলা রহমান সিদ্দিকীর মা মোকারেমা রেজার আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৯ এপ্রিল) সকাল ১১টায় গোপালগঞ্জ প্রেসক্লাবের হলরুমে আয়োজিত দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন গোপালগঞ্জ আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদের আহ্বায়ক ও প্রেসক্লাবের সভাপতি মোঃ জুবায়ের হোসেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ক্রীড়া পরিষদের যুগ্ম আহ্বায়ক আরিফুল হক আরিফ, গোপালগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রাফিকুজ্জামান, অ্যাডভোকেট এস এম তৌফিক, সদর উপজেলা বিএনপির সভাপতি সিকদার শহিদুল ইসলাম সেলিন, পৌর বিএনপির সভাপতি হাবিবুর রহমান, সহ-সভাপতি হাফিজুর শেখ, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাহমুদুল হাসান, পৌর যুবদলের আহ্বায়ক হাফিজুর রহমান, রাজিব বিশ্বাস, ইফতিখার হোসেন, হাচানুল বান্না, আহমুদ সেখ, নুরুল আমিন, ইমরুল হাসান, সদস্য সচিব আমিনুল ইসলাম দুখু সহ অন্যান্য নেতাকর্মীরা।
মাহফিলে মরহুমার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয় এবং পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।
উল্লেখ্য, মোকারেমা রেজা গত ৬ এপ্রিল ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
কালের সমাজ//এ.জে
আপনার মতামত লিখুন :