ইসরায়েলি বাহিনীর নৃশংস গণহত্যা ও বিমান হামলার প্রতিবাদে বাগেরহাটের মোংলায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে বিভিন্ন স্কুল, কলেজ ও মাদরাসার শিক্ষার্থীরা।
বুধবার (৯ এপ্রিল) সকাল ১১টায় মোংলা মহিলা কলেজের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মোংলা উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বিক্ষোভকারীরা `ফ্রি ফিলিস্তিন`, `বয়কট ইসরায়েল`, `ইসরায়েলের কালো হাত ভেঙে দাও, গুঁড়িয়ে দাও`, `ইসরায়েল উইল বি সি, প্যালেস্টাইন উইল বি ফ্রি` সহ নানা স্লোগানে মুখরিত করে তোলে পুরো শহর।
বক্তারা বলেন, “গাজায় মুসলমানদের উপর যে বর্বর হত্যাযজ্ঞ চলছে, তা কোনোভাবেই মানবতা গ্রহণ করতে পারে না। শিশু, নারী ও নিরীহ মানুষকে যেভাবে হত্যা করা হচ্ছে, তা বিশ্ব বিবেককে নাড়া দেওয়ার মতো। অথচ বিশ্ব সম্প্রদায় নিশ্চুপ।”
তারা মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হয়ে ফিলিস্তিনের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা আরও বলেন, “ইসরায়েল যুদ্ধবিরতি লঙ্ঘন করে ধারাবাহিকভাবে মানবাধিকার লঙ্ঘন করে চলেছে। জাতিসংঘ, ওআইসি এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের নীরবতা অত্যন্ত হতাশাজনক।”
এ কর্মসূচিতে মোংলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শত শত শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
কালের সমাজ//এ.জে
আপনার মতামত লিখুন :