ঢাকা শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫, ৪ বৈশাখ ১৪৩২

সাতক্ষীরা জেলা বিএনপির প্রতিবাদ সমাবেশ

এম রফিক, সাতক্ষীরা প্রতিনিধি এপ্রিল ৯, ২০২৫, ০২:৩০ পিএম সাতক্ষীরা জেলা বিএনপির প্রতিবাদ সমাবেশ

ইসরায়েলি পণ্য বর্জন এবং ফিলিস্তিনে বর্বরোচিত হামলার প্রতিবাদে সাতক্ষীরা জেলা বিএনপির উদ্যোগে এক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।


বুধবার (৯ এপ্রিল) সকালে সাতক্ষীরা জেলা বিএনপির উদ্যোগে ফিলিস্তিনি গণহত্যার প্রতিবাদে নিউ মার্কেটে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। প্রতিবাদের অংশ হিসেবে ইসরায়েলি পণ্য বলে পরিচিত কোমলপানীয় “কোকাকোলা” মাটিতে ফেলে দিয়ে নির্যাতিত ফিলিস্তিনিদের পক্ষে দাঁড়িয়েছেন সাতক্ষীরা জেলা বিএনপি।

বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলার বিএনপির আহবায়ক রহমতউল্লাহ পলাশ, সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, যুগ্ন আহবায়ক আবুল হাসান হাদি ও  তাসকিন আহমেদ চিশতিসহ বিএনপির সকল পর্যায়ের নেতৃবৃন্দ।

 

 

কালের সমাজ// এ.জে

Side banner