ঢাকা শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫, ৪ বৈশাখ ১৪৩২

প্রধান উপদেষ্টার নির্দেশে কোরিয়ান ইপিজেডের জমির দলিল হস্তান্তর

সৈয়দ মিয়া, জেলা প্রতিনিধি, চট্টগ্রাম এপ্রিল ৯, ২০২৫, ১২:৫৯ পিএম প্রধান উপদেষ্টার নির্দেশে কোরিয়ান ইপিজেডের জমির দলিল হস্তান্তর

চট্টগ্রামের আনোয়ারায় অবস্থিত কোরিয়ান ইপিজেড (KEPZ)–এর দীর্ঘদিনের জমি সংক্রান্ত জটিলতা নিরসনে বড় অগ্রগতি হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এঁর নির্দেশনায় চট্টগ্রাম জেলার জেলা প্রশাসক মিসেস ফরিদা খানম গতকাল ৭ এপ্রিল (সোমবার) কোরিয়ান ইপিজেড কর্তৃপক্ষের নিকট ২৪৮৩ একর জমির দলিল হস্তান্তর করেন।

দীর্ঘ প্রায় দুই যুগ ধরে চলমান এই জমি সংশ্লিষ্ট জটিলতা মাত্র দুই মাসের ব্যবধানে নিরসন হওয়ায় চট্টগ্রামের বিনিয়োগ পরিবেশে নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা আশা করছেন, এই পদক্ষেপের ফলে KEPZ-এ বৈদেশিক বিনিয়োগ বৃদ্ধি পাবে এবং প্রায় দুই লক্ষাধিক মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

দলিল হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোরিয়ান ইপিজেডের ব্যবস্থাপনা পরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তা, অতিরিক্ত জেলা প্রশাসক (ভূমি অধিগ্রহণ), ভূমি অধিগ্রহণ কর্মকর্তা এবং জেলা প্রশাসন চট্টগ্রামের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।

এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে স্থানীয় ব্যবসায়ী ও শিল্প উদ্যোক্তারা বলেন, চট্টগ্রামের অর্থনীতিতে নতুন গতি আনবে এই উন্নয়ন। পাশাপাশি এটি দেশের সামগ্রিক শিল্পায়ন ও বৈদেশিক বিনিয়োগ আকর্ষণের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে থাকবে।

 

কালের সমাজ// এ.জে

Side banner