ঢাকা বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫, ৪ বৈশাখ ১৪৩২

সাতক্ষীরায় জনসচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত

এম রফিক, সাতক্ষীরা প্রতিনিধি এপ্রিল ৮, ২০২৫, ০৬:১১ পিএম সাতক্ষীরায় জনসচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত

সাতক্ষীরা সদরে পরিবেশ দূষণ রোধে পলিথিনের ব্যবহার বন্ধ ও প্লাস্টিকের পুনঃব্যবহার বাড়াতে জনসচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৮ এপ্রিল) সকাল ১০টায় সাতক্ষীরার পুরাতন হাটখোলা মোড়ে এ ক্যাম্পেইনের আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংস্থা সিডো, একশনএইড বাংলাদেশের সহযোগিতায়।

ক্যাম্পেইনের সভাপতিত্ব করেন সিডোর প্রধান নির্বাহী শ্যামল কুমার বিশ্বাস। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সরদার শরিফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সাবেক মহিলা কাউন্সিলর ও জিডিএফ সভানেত্রী ফরিদা আক্তার বিউটি।

আরও বক্তব্য রাখেন প্রান্তিক যুব সংঘের উর্মি খাতুন, ইমতি জামিল, ইফতি জামিল, লাল গোলাপ যুব সংঘের সদস্য আরাফাত হোসেন, সাতক্ষীরা ইয়ুথ অ্যালায়েন্স নেটওয়ার্কের সভাপতি মুশফিকুর রহমান ও সদস্য কর্ণ বিশ্বাস কেডি।

বক্তারা বলেন, প্লাস্টিক ও পলিথিন দূষণ মানবজীবন ও প্রকৃতির জন্য চরম হুমকি হয়ে দাঁড়িয়েছে। প্লাস্টিকের দীর্ঘস্থায়ী ক্ষতিকর প্রভাব পরিবেশের ভারসাম্য নষ্ট করছে। মাটি, পানি ও জীববৈচিত্র্য এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

ক্যাম্পেইনের অংশ হিসেবে বাজারে গিয়ে দোকানদার ও সাধারণ জনগণের মধ্যে সচেতনতামূলক পরামর্শ দেওয়া হয় এবং পরিবেশবান্ধব শপিং ব্যাগ বিতরণ করা হয়।

বক্তারা আরও বলেন,“আমরা তরুণরা আগামীর কান্ডারি। জলবায়ু সহনশীল পৃথিবী গড়তে হলে আজ থেকেই পলিথিন বর্জন ও প্লাস্টিক পুনঃব্যবহার নিশ্চিত করতে হবে। একমাত্র জনসচেতনতা দিয়েই পরিবেশ দূষণ রোধ সম্ভব।”

উক্ত ক্যাম্পেইন স্থানীয় পর্যায়ে পরিবেশ সচেতনতা বৃদ্ধিতে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে।

 

কালের সমাজ// এ.জে

Side banner