বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে উদ্দেশ্য করে সামাজিক যোগাযোগ মাধ্যমে কুরুচিপূর্ণ, অশালীন ও অপমানজনক মন্তব্য করায় মো. এবাদুল ইসলাম (৩১) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে আশুলিয়া থানা পুলিশ।
আশুলিয়া থানা সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত এবাদুল ইসলাম বরিশাল জেলার উজিরপুর উপজেলার আব্দুল হক হাওলাদারের ছেলে এবং সাভারের আশুলিয়া এলাকার একটি মসজিদের ইমাম হিসেবে কর্মরত ছিলেন। তাকে সোমবার দিবাগত রাতে বরিশালের নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
ঘটনার সূত্রপাত হয় গত ৬ এপ্রিল (রবিবার), যখন ‘হেফাজতে ইসলাম বাংলাদেশ ও বিএনপির যৌথ করণীয়’ শীর্ষক একটি সংবাদ ফেসবুকে ভাইরাল হয়। সেখানে কমেন্ট বক্সে খালেদা জিয়াকে নিয়ে অপমানজনক মন্তব্য করেন এবাদুল। বিষয়টি নজরে আসে আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের ৬নং ওয়ার্ড যুবদলের জ্যেষ্ঠ সহসভাপতি মো. আতাউর রাহিমের। তিনি বিষয়টি গুরুত্ব সহকারে নিয়ে আশুলিয়া থানায় সাইবার নিরাপত্তা আইন-২০২৩ অনুযায়ী একটি মামলা দায়ের করেন।
এরপর মঙ্গলবার (৮ এপ্রিল) বেলা ১১টার দিকে এবাদুল ইসলামকে প্রিজন ভ্যানে করে ঢাকার আদালতে পাঠানো হয়। পুলিশ সাত দিনের রিমান্ড আবেদন করেছে বলে নিশ্চিত করেছেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)।
এ ঘটনায় রাজনৈতিক অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা চলছে, কেউ কেউ মত প্রকাশের স্বাধীনতার দিকটি সামনে আনলেও অধিকাংশই এ ধরনের কুরুচিপূর্ণ মন্তব্যের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপের পক্ষে মত দিয়েছেন।
সাইবার অপরাধ বিষয়ে সংশ্লিষ্ট মহল জানিয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে দায়িত্বহীন আচরণ ও মানহানিকর মন্তব্যের বিরুদ্ধে আইন প্রয়োগে এখন আরও বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে।
কালের সমাজ// এ.জে
আপনার মতামত লিখুন :