ঢাকা বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫, ৪ বৈশাখ ১৪৩২

স্থানীয় প্রভাবশালীরা নেছারাবাদে বিদ্যালয়ের জমি দখল করে ঘর নির্মাণ

হাবিবুল্লাহ, পিরোজপুর প্রতিনিধি এপ্রিল ৮, ২০২৫, ০৪:০৬ পিএম স্থানীয় প্রভাবশালীরা নেছারাবাদে বিদ্যালয়ের জমি দখল করে ঘর নির্মাণ

নেছারাবাদে ১৪৩ নং দক্ষিণ-পূর্ব সুটিয়াকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪০ শতক জমির মধ্যে ৩৬ শতক জমি অবৈধভাবে দখল করার অভিযোগ উঠেছে স্থানীয় কিছু দখলদারের বিরুদ্ধে। বিদ্যালয়ের জমি দখল করে বেশ কয়েকটি বাড়িঘর নির্মাণ করা হয়েছে, যেগুলোর মধ্যে বেশ কয়েকটি ঘর স্থানীয় প্রভাবশালীদের দ্বারা নির্মিত বলে দাবি করা হচ্ছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ফরহানা জাহান জানান, বিদ্যালয়ের নামে ৪০ শতক জমি রেকর্ডভুক্ত থাকলেও ৩৬ শতক জমি ইতিমধ্যেই দখল হয়ে গেছে। এ বিষয়ে তিনি বাধা দিলে দখলকারীরা তাকে ভয়ভীতি দেখাচ্ছে এবং গালিগালাজও করছে। তিনি কর্তৃপক্ষের কাছে জমি দখলমুক্ত করার জন্য আবেদন করেছেন।

বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সাবেক প্রধান শিক্ষক ও এ্যাডহক কমিটির সহ-সভাপতি মো: তরিকুল ইসলাম বলেন, "বিদ্যালয়ের নামে দলিলে ৪২ শতক জমি আছে, তবে বিএস রেকর্ডে ৪০ শতক জমি রয়েছে। এই জমির মধ্যে ৪ শতকে স্কুল ভবনটি অবস্থিত। বাকি জমি দখল হয়ে গেছে এবং এখনো কিছু লোক নতুন করে জমি দখল করছে।"

এ বিষয়ে লাইলি নামে এক দখলদার জানিয়েছেন, "এই জমি আমাদের। অবৈধ জমিতে স্কুল নির্মিত হচ্ছে। আমরা রেকর্ডশুট মামলা করেছি।"

অন্যদিকে, প্রধান শিক্ষিকা ফরহানা জাহান জানান, বিদ্যালয়ের জমির মোট ৪২ শতক মধ্যে মাত্র ৪ শতক জায়গায় স্কুল ভবন রয়েছে। বাকি ৩৮ শতক জমি স্থানীয় কিছু লোক দখল করে বসবাস করছে, এবং বর্তমানে নতুন করে জমি দখল করা হচ্ছে।

এ বিষয়ে সহকারী শিক্ষা কর্মকর্তা মো: গিয়াস উদ্দীন জানান, "বিদ্যালয়ের জমি অবৈধ দখল হওয়ার বিষয়ে শুনেছি। আমরা প্রধান শিক্ষিকাকে অফিসে ডেকেছি এবং কাগজপত্র নিয়ে ইউনিও মহোদয়ের সাথে আলোচনা করব, যাতে দ্রুত ব্যবস্থা নেওয়া যায়।"

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা খন্দকার জসিম উদ্দীন আহমেদ জানান, "আমি বিদ্যালয়ের কাগজপত্র নিয়ে প্রধান শিক্ষকের কাছে বিস্তারিত জানব। যদি কাগজপত্রে জমি স্কুলের নামে হয়, তবে অবশ্যই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।"

এখনও অবধি প্রশাসনিক পদক্ষেপের আশায় বিদ্যালয়ের কর্তৃপক্ষ ও স্থানীয় জনগণ বিষয়টি দ্রুত সমাধান করার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন।

 

কালের সমাজ// এ.জে

Side banner