ঢাকা বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫, ৪ বৈশাখ ১৪৩২

প্রীতি ম্যাচে ভালো খেলেও হার অ-১৩ দলের, জয় অ-১৫ দলের ২-০ গোলে

সৈয়দ মিয়া, জেলা প্রতিনিধি (চট্টগ্রাম) এপ্রিল ৮, ২০২৫, ০৩:৪২ পিএম প্রীতি ম্যাচে ভালো খেলেও হার অ-১৩ দলের, জয় অ-১৫ দলের ২-০ গোলে

জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উদযাপন উপলক্ষে চট্টগ্রাম নগরীর দক্ষিণ হালিশহর ফুটবল একাডেমির আয়োজনে অনুষ্ঠিত হয়েছে আন্তঃএকাডেমি প্রীতি ফুটবল ম্যাচ। সোমবার (৮ এপ্রিল) বিকেলে সিডিএ বালুর মাঠে অনুষ্ঠিত এই ম্যাচে একাডেমির অ-১৫ দল ২-০ গোলে জয় পায় জুনিয়র অ-১৩ দলের বিপক্ষে।

জয়ী দলের হয়ে গোল দুটি করেন আরিফ ও আমির হোসেন। তবে পরাজিত হলেও অ-১৩ দলের খেলোয়াড়রা ম্যাচজুড়ে চমৎকার পারফরম্যান্স দেখান, যা উপস্থিত দর্শকদের প্রশংসা কুড়ায়। বিশেষ করে রাব্বি, সাফায়েত, আদিমান এবং গোলরক্ষক হাসানের নৈপুণ্য ছিল চোখে পড়ার মতো।

খেলা শুরুর আগেই ছিল উৎসবমুখর পরিবেশ
খেলার আগে খেলোয়াড়দের সঙ্গে পরিচয় বিনিময় করেন একাডেমির টিম ম্যানেজার ও পরিচালক, ক্রীড়া সংগঠক ও সাংবাদিক মুহাম্মদ বাবুল হোসেন বাবলা। এ সময় আরও উপস্থিত ছিলেন অভিভাবক সদস্য মো. কামাল উদ্দিন, মো. হানিফ, আব্দুল খালেক এবং বিভিন্ন ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দ।

খেলা পরিচালনা করেন উপদেষ্টা কোচ ও সাবেক ফুটবলার মো. আলাউদ্দিন, সহকারী কোচ মো. মামুন এবং মাঠ সমন্বয়কারী মো. আমির খন্দকার।

মেয়র একাডেমি কাপের প্রস্তুতি
একাডেমি সূত্রে জানা গেছে, চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে চট্টগ্রামের এম.এ. আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য সিডিএফএ মেয়র একাডেমি কাপ ফুটবলে দক্ষিণ হালিশহর ফুটবল একাডেমি অংশগ্রহণ করবে। এ উপলক্ষে খেলোয়াড়দের নিবিড় প্রশিক্ষণ চলছে। সবার সহযোগিতা ও দোয়া কামনা করেছেন একাডেমির টিম ম্যানেজার মুহাম্মদ বাবুল হোসেন বাবলা।

 

 

কালের সমাজ// এ.জে

Side banner