বান্দরবানের লামা উপজেলায় অস্ত্রের মুখে ৯ জন তামাক খেতের শ্রমিককে অপহরণ করেছে সশস্ত্র দুর্বৃত্তরা। মঙ্গলবার (৮ এপ্রিল) ভোররাতে উপজেলার সরই ইউনিয়নের লুলাইন এলাকায় এই অপহরণের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র ও আইনশৃঙ্খলা বাহিনী জানায়, ওই সময় শ্রমিকরা খেতের পাশের একটি ঘরে ঘুমিয়ে ছিলেন। ভোররাতে সশস্ত্র একটি দল ঘরে হানা দিয়ে তাদের জিম্মি করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়।
খবর পেয়ে সেনাবাহিনী ও যৌথবাহিনী ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং অপহৃতদের উদ্ধারে অভিযান শুরু করেছে।
লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন বলেন,“৯ জন শ্রমিক অপহরণের খবর পেয়েছি। যৌথবাহিনী ইতোমধ্যে উদ্ধার অভিযানে নেমেছে।”
ঘটনার বিষয়ে বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) আবদুল করিম বলেন,“কাদের দ্বারা অপহরণ করা হয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে স্থানীয়রা জানিয়েছেন একটি সশস্ত্র গ্রুপ এই অপহরণের সঙ্গে জড়িত।”
এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। অপহৃতদের নাম-পরিচয় এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। প্রশাসনের পক্ষ থেকে দ্রুত উদ্ধার এবং আইনগত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।
কালের সমাজ// এ.জে
আপনার মতামত লিখুন :