ঢাকা বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫, ৪ বৈশাখ ১৪৩২
ইসরায়েলি পণ্য বয়কটের আহ্বান

গাজায় হামলার প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ

সৈয়দ মিয়া, জেলা প্রতিনিধি (চট্টগ্রাম) এপ্রিল ৮, ২০২৫, ০৩:২৮ পিএম গাজায় হামলার প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ

ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি অমান্য করে দখলদার ইসরায়েলি বাহিনীর হামলার প্রতিবাদে চট্টগ্রামের সাতকানিয়াসহ নগরীর বিভিন্ন এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে হাজারো ধর্মপ্রাণ মানুষ ব্যানার, ফেস্টুন, লিফলেট ও প্ল্যাকার্ড হাতে নিয়ে রাস্তায় নামেন।

সমাবেশে বক্তারা বলেন, “ইসরায়েল কর্তৃক গাজায় গণহত্যা, বোমা বর্ষণ ও মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে বিশ্ববিবেককে জাগ্রত হতে হবে। নিরীহ গাজাবাসীর উপর চলমান বর্বরতা বন্ধ করতে হবে।”

তারা আরও বলেন, “ইসরায়েলের পণ্য বাংলাদেশে যেন বিক্রি না হয়, সে বিষয়ে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।” একইসাথে বাংলাদেশে অবস্থানরত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনুসের দৃষ্টি আকর্ষণ করে তারা গাজায় চলমান গণহত্যা বন্ধ ও ইসরায়েলি পণ্যের বয়কট কার্যকর করার দাবি জানান।

এই প্রতিবাদ কর্মসূচি দেশের অন্যান্য জায়গার মতো চট্টগ্রামের জনগণের সংবেদনশীলতা ও ন্যায়ের পক্ষে দৃঢ় অবস্থানকে আরও একবার দৃশ্যমান করেছে।

 

 

কালের সমাজ// এ.জে

Side banner