ঢাকা বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫, ৪ বৈশাখ ১৪৩২

নারায়ণগঞ্জে কারখানা স্থাপন করবে সুইডিশ কোম্পানি নিলোর্ন

নারায়ণগঞ্জ প্রতিনিধি এপ্রিল ৮, ২০২৫, ০২:৫৯ পিএম নারায়ণগঞ্জে কারখানা স্থাপন করবে সুইডিশ কোম্পানি নিলোর্ন

নারায়ণগঞ্জের আড়াইহাজারে অবস্থিত বাংলাদেশ স্পেশাল ইকোনমিক জোনে (BSEZ) নতুন কারখানা স্থাপন করতে যাচ্ছে সুইডিশ কোম্পানি নিলোর্ন বাংলাদেশ লিমিটেড। এই উদ্দেশ্যে মঙ্গলবার (৮ এপ্রিল) বিএসইজেডের ব্যবস্থাপনা পরিচালক তারো কাওয়াচি এবং নিলোর্ন বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল কাইয়ুম এর মধ্যে সমঝোতা স্মারক (MoU) সই হয়।

নিলোর্ন মূলত পোশাক ও অন্যান্য পণ্যের লেবেলিং ও ব্র্যান্ডিং সল্যুশন দিয়ে থাকে। নতুন এই কারখানা প্রতিষ্ঠার মাধ্যমে কোম্পানিটির বাংলাদেশে বিনিয়োগ আরও সম্প্রসারিত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এর আগে, বিদেশি বিনিয়োগকারীদের একটি প্রতিনিধি দল বিএসইজেড পরিদর্শন করেন। এ সময় তাদের জাপানের সহায়তায় গড়ে ওঠা এই বিশেষ অর্থনৈতিক অঞ্চলের অবকাঠামো, সুযোগ-সুবিধা এবং চলমান প্রকল্প সম্পর্কে জানানো হয়। প্রতিনিধিরা সরকারের বিনিয়োগবান্ধব উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতে এই অঞ্চলে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেন।

জাপান ইকোনমিক জোন নামেও পরিচিত বিএসইজেড, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) এবং জাপানের আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা)-এর যৌথ উদ্যোগে বাস্তবায়িত হচ্ছে।

সংশ্লিষ্টরা বলছেন, এ সফরের মাধ্যমে বিদেশি বিনিয়োগকারীদের মাঠপর্যায়ে প্রকল্প সম্ভাবনা সরাসরি দেখার সুযোগ তৈরি হয়েছে। উল্লেখ্য, সফরের প্রথম দিন অর্থাৎ ৭ এপ্রিল (সোমবার) ৭০ জন বিনিয়োগকারীর একটি দল চট্টগ্রামের মিরসরাই অর্থনৈতিক অঞ্চলও পরিদর্শন করেন।

 

কালের সমাজ// এ.জে

Side banner