ঢাকা বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫, ৪ বৈশাখ ১৪৩২

নারায়ণগঞ্জে দেয়াল চাপায় শ্রমিকের মৃত্যু, আহত ৩

নারায়ণগঞ্জ প্রতিনিধি এপ্রিল ৮, ২০২৫, ০২:৪১ পিএম নারায়ণগঞ্জে দেয়াল চাপায় শ্রমিকের মৃত্যু, আহত ৩

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি ডাইং কারখানার নির্মাণাধীন ইটিপি (Effluent Treatment Plant) প্ল্যান্টের দেয়াল ধসে আশরাফুল ইসলাম (৩৫) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও তিন শ্রমিক—রাকিব (১৫), হৃদয় (১৮) ও সোহেল (৩৫)। আহতদের নারায়ণগঞ্জ ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সোমবার (৭ এপ্রিল) বিকেলে সদর উপজেলার দাপা ইদ্রাকপুর এলাকার দীপ্তি ডাইং কারখানায় এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী শ্রমিকদের অভিযোগ, কারখানা মালিকপক্ষ মেশিন অপারেটরের কাজে নিয়োজিত সাধারণ শ্রমিকদের দিয়েই ইটিপি প্ল্যান্টের মতো জটিল প্রকল্পের নির্মাণ কাজ করাচ্ছিল। বিকেলে কাজ চলাকালে হঠাৎ করে নির্মাণাধীন দেয়ালটি ধসে পড়ে। এতে দেয়ালের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান শ্রমিক আশরাফুল ইসলাম। গুরুতর আহত হন অপর তিনজন।

আহতদের দ্রুত উদ্ধার করে শহরের খানপুর ৩০০ শয্যা হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. অপু কুমার সাহা বলেন, "বিকেলে ফতুল্লা এলাকা থেকে একজন মৃত এবং তিনজন আহত অবস্থায় হাসপাতালে আনা হয়। আহতদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।"

এদিকে নিহত শ্রমিকের সহকর্মী ও স্বজনরা অভিযোগ করে বলেন, "সাধারণ শ্রমিক দিয়ে ঝুঁকিপূর্ণ নির্মাণ কাজ করানোর কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তি চাই।"

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফুল ইসলাম বলেন, "খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।"

 

কালের সমাজ// এ.জে

Side banner