ফিলিস্তিনের গাজা ও রাফায় দখলদার ইসরায়েলি বাহিনীর নৃশংস হামলায় হাজারো নিরপরাধ নারী, শিশু ও বৃদ্ধ শহীদ হচ্ছেন প্রতিনিয়ত। গোটা গাজা উপত্যকা যেন পরিণত হয়েছে এক মৃত্যুপুরীতে।
এই অমানবিক গণহত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন কৃষিবিদ শামীমুর রহমান শামীম। সোমবার (৭ এপ্রিল) এক বিবৃতিতে তিনি বলেন, "ইসরায়েল যে ভয়াবহ বর্বরতা চালাচ্ছে তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়।"
তিনি আরও বলেন, "গাজার প্রতিটি আকাশে এখন শুধু ধোঁয়া ও মৃত্যু। বিশ্ব সম্প্রদায়ের চোখের সামনে এই গণহত্যা ঘটলেও আন্তর্জাতিক মহলের নীরবতা অত্যন্ত উদ্বেগজনক।"
কৃষিবিদ শামীম গাজা ও রাফায় শহীদ ও আহত ফিলিস্তিনিদের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা প্রকাশ করেন এবং বিশ্বব্যাপী আয়োজিত `The World Stops for Gaza` কর্মসূচির প্রতি পূর্ণ সমর্থন জানান।
তিনি বিশ্বমানবতার পক্ষ থেকে সকল ধর্ম-বর্ণের মানুষকে ইসরায়েলের বর্বরতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিবাদ গড়ে তোলার আহ্বান জানান। পাশাপাশি, ইসরায়েলি পণ্যের বিরুদ্ধে কার্যকর বয়কট চালানোর জন্যও জোর আহ্বান করেন।
জাতিসংঘ ও বিশ্বনেতাদের প্রতি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় কার্যকর ও দৃঢ় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়ে কৃষিবিদ শামীম বলেন, "এখন আর শুধু নিন্দা নয়, প্রয়োজন কার্যকর প্রতিরোধ।
কালের সমাজ// এ.জে
আপনার মতামত লিখুন :