ঢাকা মঙ্গলবার, ০৮ এপ্রিল, ২০২৫, ২৪ চৈত্র ১৪৩১

ইবিতে ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে প্রতিবাদ

সুবংকর রায়, ইবি প্রতিনিধি এপ্রিল ৭, ২০২৫, ০৮:১৩ পিএম ইবিতে ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে প্রতিবাদ

‘From the river to the sea, Palestine Will be Free’ স্লোগান সামনে রেখে ফিলিস্তিনিদের মুক্তি সংগ্রামের পক্ষে সংহতি জানিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা।

সোমবার (৭ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের মেইন গেটে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী সমবেত হন শিক্ষার্থীরা। পরবর্তীতে একটি বিক্ষোভ মিছিল বের করে বিভিন্ন সড়ক ও পার্শ্ববর্তী শেখপাড়া বাজার প্রদক্ষিণ করে মেইন গেটে সমাবেশ করেন শিক্ষার্থীরা।

মিছিলে শিক্ষার্থীদের ‘ফ্রি ফ্রি প্যালেস্টাইন’; ‘দুনিয়ায় মুসলিম, এক হও লড়াই করো’; ‘বদরের হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার’; ‘ফিলিস্তিনে হামলা কেন, জাতিসংঘ জবাব দে’; ‘ফিলিস্তিনে গণহত্যা, বন্ধ করো করতে হবে’; ‘বিশ্ব মুসলিম ঐক্য করো, ফিলিস্তিন মুক্ত করো’ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।

সমাবেশে বক্তারা বলেন, ‘ফিলিস্তিনের গাজায় দখলদার ইসরায়েলি বাহিনীর নৃশংস ও বর্বরোচিত হামলার ঘটনায় আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। যুদ্ধাপরাধ ও মানবাধিকার লঙ্ঘনের দায়ে নেতানিয়াহু সরকার ও ইসরায়েলকে বিচারের মুখোমুখি করতে হবে। শুধু গাজাবাসী নয়, মূলত বিশ্বমানবতাই আজ দখলদার ইসরায়েলি বাহিনীর হামলার শিকার। যেসব বিশ্বনেতারা সব জায়গায় মানবতার ছবক দিয়ে বেড়ায় আজকে তারা অন্ধ এবং বোবার মত বসে আছে। ফিলিস্তিনের বেলায় আর তার মানবতার ছবক আসে না। বিশ্ব মানবতার এ দুর্দিনে আমাদের সবাইকে নিপীড়িত নির্যাতিত ফিলিস্তিনি ভাইবোনদের পাশে দাঁড়াতে হবে এবং যেকোনো মূল্যে ফিলিস্তিনকে ওই দখলদার ইসরায়েলের হাত থেকে মুক্ত করতে হবে।’


কালের সমাজ// এ.জে

Side banner