ঢাকা মঙ্গলবার, ০৮ এপ্রিল, ২০২৫, ২৪ চৈত্র ১৪৩১

গাজায় ইসরায়েলী হামলার প্রতিবাদে মোংলায় বিক্ষোভ ও সমাবেশ

কালের সমাজ | খান আশিকুজ্জামান , মোংলা বাগেরহাট প্রতিনিধি এপ্রিল ৭, ২০২৫, ০৭:০৬ পিএম গাজায় ইসরায়েলী হামলার প্রতিবাদে মোংলায় বিক্ষোভ ও সমাবেশ

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের হামলা ও নির্মম গণহত্যার প্রতিবাদে  মোংলায় বিক্ষোভ মিছিল করেছে জামায়াতে ইসলামী।

সোমবার (৬ই এপ্রিল) বাদ  আছরের নামাজের পর রিমঝিম হল রোড থেকে বের হওয়া বিক্ষোভ মিছিল পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে শাপলা চত্বরে অনুষ্ঠিত হয় সমাবেশ।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ইকবাল হোসেন এসিস্ট্যান্ট সেক্রেটারি বাংলাদেশ জামাত ইসলামী বাগেরহাট জেলা, এম এ বারী পৌর আমীর, মাও আবু হানিফ উপজেলা আমীর, অধ্যাপক মোঃ কোহিনুর সরদার, মোঃ হোসেন পৌর সেক্রেটারি, মাও মনিরুজ্জামান পৌর নায়েবে আমীর, মোঃ আবিদ হাসান পৌর সেক্রেটারি,মাও আঃ রহমান ওলামা সভাপতি, মোঃ আনিসুর রহমান পেশাজীবি সভাপতি সাবেক জেলা অর্থ সম্পাদক,চালনা বন্দর সিনিয়র ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ হাফেজ মাওলানা রুহুল আমিন প্রমুখ।

এ সময় বক্তব্য রাখেন কেন্দ্রীয় বাজার জামে মসজিদের পেশ ঈমাম ও খতিব মাওলানা তৈয়বুর রহমানসহ অন্যান্যরা। সমাবেশে বক্তারা ইসরায়েলী পণ্য বয়কটে সকলের প্রতি আহবাণ জানান।

 

কালের সমাজ/ সাএ

 

 

Side banner