ঢাকা মঙ্গলবার, ০৮ এপ্রিল, ২০২৫, ২৪ চৈত্র ১৪৩১

সোনারগাঁ সরকারি কলেজে বিদ্যুৎস্পৃষ্টে মিস্ত্রির মৃত্যু, আহত ১

নারায়ণগঞ্জ প্রতিনিধি এপ্রিল ৭, ২০২৫, ০৭:০৬ পিএম সোনারগাঁ সরকারি কলেজে বিদ্যুৎস্পৃষ্টে মিস্ত্রির মৃত্যু, আহত ১

নারায়ণগঞ্জের সোনারগাঁ সরকারি কলেজে পানির মোটর লাইনে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক মিস্ত্রির মৃত্যু হয়েছে। এ সময় তার এক সহযোগী গুরুতর আহত হন। সোমবার (৭ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

মৃত্যু হওয়া মিস্ত্রি আমির হোসেন (৪৫) উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের দমদমা গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে। আহত সহযোগী শরীফ (৩০) একই এলাকার সুরুজ্জামানের ছেলে।

সোনারগাঁ সরকারি কলেজের অধ্যক্ষ আবুল কালাম জানান, কলেজে পানির মোটর লাইনে বৈদ্যুতিক কাজ করতে গিয়ে দুই মিস্ত্রি বিদ্যুতায়িত হন। ঘটনাস্থলে একজন মারা যান, আরেকজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়। ঘটনার পর দ্রুত থানায় পুলিশকে অবগত করা হয়েছে।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজুর রহমান বলেন, কলেজ কর্তৃপক্ষের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক তদন্ত অনুযায়ী জানা গেছে, পানির মোটর ঠিক করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে একজন মারা যান এবং আহত অপর ব্যক্তিকে হাসপাতালে পাঠানো হয়েছে। মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করার আবেদন জানানো হয়েছে। প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

 

কালের সমাজ// এ.জে

Side banner