ঢাকা শনিবার, ১২ এপ্রিল, ২০২৫, ২৯ চৈত্র ১৪৩১

ফেনীতে ফিলিস্তিনের মুসলমানদের জন্য ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল

ফেনী প্রতিনিধি এপ্রিল ৭, ২০২৫, ০৬:৪৩ পিএম ফেনীতে ফিলিস্তিনের মুসলমানদের জন্য ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল

ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসন ও গণহত্যার প্রতিবাদে ফেনীতে ছাত্র-জনতার উদ্যোগে বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৭ এপ্রিল) সকাল ১১টায় টাংক রোডের জিরো পয়েন্টে শহরের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষার্থী ও সাধারণ জনতা একত্রিত হয়ে ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে এবং ইসরায়েলের বর্বরতার বিরুদ্ধে একাত্মতা প্রকাশ করেন।

জিরো পয়েন্ট থেকে শুরু হয়ে মিছিলটি ফেনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। মিছিলকারীরা "জিহাদ জিহাদ জিহাদ চাই, লড়াই করে বাঁচতে চাই"—এমন প্রতিবাদী স্লোগানে মুখরিত করেন গোটা শহর।

মিছিলে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বলেন, “গাজায় শিশু থেকে বৃদ্ধ—সব বয়সী মানুষের ওপর বর্বর নির্যাতন চলছে। এই হত্যাযজ্ঞের অবসান ঘটাতে হলে বিশ্ব মুসলিমকে ঐক্যবদ্ধ হতে হবে।” তারা আরও বলেন, “আমরা আর ঘরে বসে থাকতে পারি না। যুদ্ধের প্রয়োজন হলে, আমরা প্রস্তুত।”

ফেনী সরকারি কলেজ, জিয়া মহিলা কলেজ, ফেনী কম্পিউটার ইনস্টিটিউট এবং ফেনীর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এক কণ্ঠে নেতানিয়াহুর বিরুদ্ধে যুদ্ধের ডাক দেন।

এক শিক্ষার্থী বলেন, “আমরা ড. ইউনূসের দৃষ্টি আকর্ষণ করছি। বিশ্বের শান্তির জন্য নোবেলজয়ী এই মানুষটি যেন আমাদের আওয়াজ শুনেন এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করেন।”

এ সময় ফেনীর সুশীল সমাজ, ব্যবসায়ী, বিভিন্ন পেশার মানুষ মিছিল ও প্রতিবাদে সংহতি প্রকাশ করেন। অনেকেই কান্নাভেজা চোখে আল্লাহর কাছে মুনাজাত করেন ফিলিস্তিনের নির্যাতিত মুসলমানদের জন্য।

বিক্ষোভ শেষে দোয়ার মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়, যেখানে ফিলিস্তিনের শহিদদের আত্মার মাগফিরাত ও মুসলিম উম্মাহর জন্য ঐক্য কামনা করা হয়।

 

কালের সমাজ//এ.জে

Side banner