ঢাকা মঙ্গলবার, ০৮ এপ্রিল, ২০২৫, ২৪ চৈত্র ১৪৩১

ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে সাতক্ষীরায় জামায়াতের বিক্ষোভ

এম রফিক, সাতক্ষীরা প্রতিনিধি এপ্রিল ৭, ২০২৫, ০৬:৩৯ পিএম ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে সাতক্ষীরায় জামায়াতের বিক্ষোভ

গাজায় ইসরায়েলি নৃশংস গণহত্যা ও বর্বরোচিত হামলার প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা শাখা।

সোমবার (৭ এপ্রিল) বিকেল সাড়ে পাঁচটায় সাতক্ষীরা শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্ক থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় পার্কে গিয়ে শেষ হয়।

মিছিলে নেতৃত্ব দেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ।

মিছিল-পূর্ব প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন—সাতক্ষীরা জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, নায়েবে আমীর শেখ নূরুল হুদা, জেলা সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, কেন্দ্রীয় শূরা সদস্য ও জেলা সহকারী সেক্রেটারি প্রভাষক ওমর ফারুক, সহকারী সেক্রেটারি প্রভাষক ওবায়দুল্লাহ, জেলা কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সুবহান মুকুল, শহর জামায়াতের আমীর জাহিদুল ইসলাম, সদর জামায়াতের আমীর মাওলানা মোশাররফ হোসেন, শহর শিবিরের সভাপতি আল মামুন, শহর নায়েবে আমীর ফখরুল হাসান লাভলু, শহর সেক্রেটারি খোরশেদ আলম এবং সদর সেক্রেটারি মাওলানা হাবিবুর রহমান প্রমুখ।

বক্তারা বলেন, ইসরায়েলের এই গণহত্যা মানবতার বিরুদ্ধে যুদ্ধ। তারা অবিলম্বে আন্তর্জাতিক সম্প্রদায়কে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান এবং ফিলিস্তিনে স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে ঐক্যবদ্ধ বিশ্ব জনমত গঠনের আহ্বান জানান।

 

কালের সমাজ//এ.জে

Side banner