গাজা উপত্যকায় ইসরায়েলি দখলদার বাহিনীর অব্যাহত আগ্রাসন, গণহত্যা এবং মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে জামালপুরের সরিষাবাড়ীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৭ এপ্রিল) সকালে হেফাজতে ইসলাম বাংলাদেশ সরিষাবাড়ী উপজেলা শাখার আয়োজনে বিক্ষোভ মিছিলটি সরিষাবাড়ী বাস টার্মিনাল থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আরামনগর বাজারে গিয়ে শেষ হয়।
পরে সেখানে আয়োজিত প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন হেফাজতে ইসলাম সরিষাবাড়ী উপজেলা শাখার সভাপতি মুফতি মোখলেছুর রহমান জমিরী।
সমাবেশে আরও বক্তব্য রাখেন—উপজেলা শাখার সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা আব্দুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক মাওলানা সাইদুর রহমান, প্রচার সম্পাদক মুফতি রাকিব, পৌর শাখার সভাপতি মাওলানা জুনায়েদ, মুফতি কামরুজ্জামান, এবং ছাত্র প্রতিনিধি ওয়াকিবুল ইসলাম মেহেদী প্রমুখ।
সমাবেশে উপজেলার বিভিন্ন মসজিদ, মাদ্রাসার আলেম-উলামা, শিক্ষক ও শিক্ষার্থীসহ বিপুল সংখ্যক তৌহিদী জনতা অংশ নেন।
বক্তারা বলেন, ইসরায়েল ফিলিস্তিনে পাখির মতো গুলি করে মানুষ হত্যা করছে, যা মানবাধিকারের চরম লঙ্ঘন। বিশ্ব সম্প্রদায় নীরব ভূমিকা পালন করছে, যা উদ্বেগজনক। তাঁরা অবিলম্বে গণহত্যা বন্ধের আহ্বান জানান।
সমাবেশ শেষে ফিলিস্তিনের মুসলমানদের মুক্তি ও শান্তির জন্য বিশেষ মোনাজাত পরিচালনা করেন মুফতি গোলাম রব্বানী।
কালের সমাজ//এ.জে
আপনার মতামত লিখুন :