ঢাকা মঙ্গলবার, ০৮ এপ্রিল, ২০২৫, ২৪ চৈত্র ১৪৩১

গাজায় গণহত্যার প্রতিবাদে উত্তাল বরিশাল!

গাজী আরিফুর রহমান, বরিশাল ব্যুরো এপ্রিল ৭, ২০২৫, ০৬:৩৩ পিএম গাজায় গণহত্যার প্রতিবাদে উত্তাল বরিশাল!

গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসন, দখলদারত্ব ও গণহত্যার প্রতিবাদে বরিশালে উত্তাল হয়ে উঠেছে ছাত্র-জনতা। বিশ্বব্যাপী ‘মার্চ ফর প্যালেস্টাইন’ কর্মসূচির অংশ হিসেবে বরিশালের শিক্ষার্থীরা ক্লাস-পরীক্ষা বর্জন করে রাস্তায় নেমে প্রতিবাদ জানান।

সোমবার (৭ এপ্রিল) সকাল ১০টায় নগরীর টাউন হলের সামনে থেকে শুরু হয় বিক্ষোভ। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ শেষে শুরু হয় বিশাল মিছিল, যা নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবার টাউন হলে গিয়ে শেষ হয়।

বিক্ষোভে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা ফিলিস্তিনে গণহত্যা বন্ধে জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থাগুলোর দ্রুত কার্যকর ভূমিকা দাবি করেন। এ সময় তাদের হাতে ছিল “ফ্রি ফিলিস্তিন”, “ইসরায়েলি দখলদারত্ব বন্ধ করো”, “মানবতার পক্ষে দাঁড়াও”—এমন নানা শ্লোগান সম্বলিত প্ল্যাকার্ড ও ব্যানার।

এছাড়া বিকেলেও বিক্ষোভ মিছিল করে বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশসহ কয়েকটি রাজনৈতিক দল।

দ্য ন্যাশনাল এন্ড ইসলামিক ফোর্সেস ইন প্যালেস্টাইনের ডাকা বিশ্বব্যাপী অবরোধ কর্মসূচির প্রতি একাত্মতা জানিয়ে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ, সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ, অমৃত লাল দে কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ক্লাস ও পরীক্ষায় অংশগ্রহণ না করার ঘোষণা দেন।

 

কালের সমাজ//এ.জে

Side banner