চলতি মৌসুমে ১ হাজার ৫০০ কুইন্টাল মধু ও ৪০০ কুইন্টাল মোম আহরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে সাতক্ষীরা সুন্দরবনে মধু সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। সোমবার (৭ এপ্রিল) সকালে শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ফরেস্ট এলাকার ৭১নং প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এই মধু আহরণ মৌসুমের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মৌসুমের উদ্বোধন করেন শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. রুনী খাতুন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা বিভাগীয় বন কর্মকর্তা এজেডএম হাসানুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন শ্যামনগরের সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ্ আল রিফাত, সাতক্ষীরা রেঞ্জের সহকারী বনসংরক্ষক (এসিএফ) মশিউর রহমান, শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির মোল্লা, বুড়িগোয়ালিনী ইউপি চেয়ারম্যান গাজী নজরুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন মধু গবেষক মইনুল ইসলাম, সাংবাদিক কল্যাণ ব্যানার্জি, মৌয়াল আব্দুল হাকিম গাজী ও আবু মুসা। এছাড়া বিজিবি, কোস্টগার্ড, নৌপুলিশ, ট্যুরিস্ট পুলিশ, এনজিও প্রতিনিধিসহ স্থানীয় সাংবাদিক ও মৌয়ালরা উপস্থিত ছিলেন।
বক্তারা জানান, চলতি মৌসুমে আগামী ৩০ জুন পর্যন্ত সুন্দরবনের নির্ধারিত অঞ্চলগুলোতে মধু আহরণ করতে পারবেন মৌয়ালরা। মৌয়ালদের কাছ থেকে প্রতি কুইন্টাল (১০০ কেজি) মধুর জন্য সরকার ১ হাজার ৬০০ টাকা এবং প্রতি কুইন্টাল মোমের জন্য ২ হাজার ২০০ টাকা রাজস্ব আদায় করবে।
সাতক্ষীরা রেঞ্জের আওতাধীন পুষ্পকাটি, নোটাবেকী, দোবেকী ও কাচিকাটা এলাকায় মধু সংগ্রহ করতে পারবে মৌয়ালরা।
বক্তারা আরও বলেন, সুন্দরবনের খলিশা ফুলের মধু একটি বিশ্বমানের প্রাকৃতিক সম্পদ। এর গুণগতমান ধরে রাখতে মৌয়ালদের সচেতন ও নিয়ম মেনে মধু আহরণ করতে হবে। এই মধুর জন্য জিআই (ভৌগোলিক নির্দেশক) স্বীকৃতি আদায়েরও চেষ্টা চলছে বলে জানান ইউএনও মোছা. রুনী খাতুন।
মৌয়াল মো. আবু মুসা বলেন, “মধু আহরণের সঠিক সময় পেরিয়ে গেলে সেই অঞ্চলে আর মধু হয় না। তাই অভয়ারণ্য এলাকায় মৌসুমে প্রবেশের অনুমতি দিলে মধুর উৎপাদন বাড়ানো সম্ভব।”
বিভাগীয় বন কর্মকর্তা হাসানুর রহমান জানান, ২০২৪ সালে সাতক্ষীরা রেঞ্জে ৩৬৪টি পাশের মাধ্যমে ১,২৩৫.৫০ কুইন্টাল মধু এবং ৩৭০.৬৫ কুইন্টাল মোম সংগ্রহ করা হয়, যার মাধ্যমে সরকার ২৭ লাখ ৯২ হাজার ২৩০ টাকা রাজস্ব আদায় করে। চলতি বছরে ইতোমধ্যে ৩৭টি মধু পাশ ইস্যু করা হয়েছে।
কালের সমাজ//এ.জে
আপনার মতামত লিখুন :