ঢাকা মঙ্গলবার, ০৮ এপ্রিল, ২০২৫, ২৪ চৈত্র ১৪৩১
ফিলিস্তিনে মুসলমানদের ওপর

ইসরায়েলি বর্বর হামলার প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ

এম রফিক, সাতক্ষীরা প্রতিনিধি এপ্রিল ৭, ২০২৫, ০৫:৩৪ পিএম ইসরায়েলি বর্বর হামলার প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ

ফিলিস্তিনে মুসলমানদের ওপর ইসরায়েলি বর্বর হামলা ও ভারতের মোদি সরকারের মদদে মুসলিম নির্যাতনের প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে সর্বস্তরের ছাত্র ও জনতা।

সোমবার (৭ এপ্রিল) বেলা ১১টায় সাতক্ষীরা শহরের খুলনা রোডের শহীদ আসিফ চত্বর এলাকা থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

বিক্ষোভে অংশগ্রহণকারীরা ‍‍`ফ্রি ফিলিস্তিন‍‍`, ‍‍`দুনিয়ার মজলুম এক হও, লড়াই করো‍‍`, ‍‍`ওহুদের হাতিয়ার, গর্জে উঠো আরেকবার‍‍`, ‍‍`বিশ্ব মুসলিম ঐক্য গড়ো, ফিলিস্তিন স্বাধীন করো‍‍`—এমন নানা স্লোগান দেন। এ সময় তাঁদের হাতে ফিলিস্তিনে হামলার প্রতিবাদে লেখা বিভিন্ন প্ল্যাকার্ড দেখা যায়।

সমাবেশে বক্তারা বলেন, ইসরায়েল গাজা ও রাফা সীমান্তে নারী-শিশুদের ওপর নির্বিচারে গুলি চালিয়ে ফিলিস্তিনিদের হত্যা করছে, যা মানবাধিকারের চরম লঙ্ঘন। পশ্চিমা বিশ্ব একদিকে মানবতার কথা বললেও, ফিলিস্তিনে এ নৃশংসতার বিরুদ্ধে তারা নীরব দর্শকের ভূমিকা পালন করছে।

বক্তারা আরও বলেন, ভারতের বর্তমান সরকার মুসলিম-বিরোধী নানা আইন প্রণয়ন করছে এবং সংখ্যালঘু মুসলিমদের ওপর নিপীড়ন চালাচ্ছে। তারা বলেন, “ভারত এখন দক্ষিণ এশিয়ার আরেক ইসরায়েল হয়ে উঠেছে। সাম্প্রতিক মুসলিম-বিরোধী বিল পাসের মাধ্যমে তা আরও স্পষ্ট হয়েছে।” বক্তারা এই বিলের তীব্র নিন্দা জানান এবং মুসলিমদের ঐক্যবদ্ধ হয়ে এর প্রতিবাদে সোচ্চার হওয়ার আহ্বান জানান।

 

 

কালের সমাজ//এ.জে

Side banner