বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে সাতক্ষীরার আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়নের ভাঙন কবলিত বিছট গ্রামে ৯০টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। সোমবার (৭ এপ্রিল) দুপুরে এই ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করেন ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল জেএম ইমদাদুল ইসলাম।
এ সময় আরও উপস্থিত ছিলেন ১০৫ পদাতিক ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ তানভীর মাজহার সিদ্দিকী, সাতক্ষীরার জেলা প্রশাসক মোহাম্মদ মোস্তাক আহমেদ, পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা কৃষ্ণা রায়, পানি উন্নয়ন বোর্ড খুলনা বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী সৈয়দ শাহিদুল আলম এবং সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড (বিভাগ-২)-এর নির্বাহী প্রকৌশলী মো. শাখাওয়াত হোসেন।
ত্রাণ বিতরণ অনুষ্ঠানে জানানো হয়, ভাঙনের ফলে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর রিংবাঁধ পুনর্নির্মাণ ও স্থানীয় জনগণের সহায়তায় সেনাবাহিনী সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে। ৫৫ পদাতিক ডিভিশনের সেনাসদস্যরা পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে সমন্বয় করে বাঁধ মেরামতের কাজ বাস্তবায়ন করছে।
জিওসি মেজর জেনারেল ইমদাদুল ইসলাম বলেন, “দুর্যোগকবলিত মানুষের পাশে থেকে সহায়তা করা বাংলাদেশ সেনাবাহিনীর নৈতিক দায়িত্ব। ভবিষ্যতেও এই সহযোগিতা অব্যাহত থাকবে।”
কালের সমাজ//এ.জে
আপনার মতামত লিখুন :