ঢাকা সোমবার, ০৭ এপ্রিল, ২০২৫, ২৪ চৈত্র ১৪৩১
ফিলিস্তিনে

ইসরাইলি বর্বরতার প্রতিবাদে পাবনায় শিক্ষার্থীদের বিক্ষোভ

স্টাফ রিপোর্টার, পাবনা এপ্রিল ৭, ২০২৫, ০৪:০৭ পিএম ইসরাইলি বর্বরতার প্রতিবাদে পাবনায় শিক্ষার্থীদের বিক্ষোভ

গাজায় ফিলিস্তিনি মুসলমানদের ওপর ইসরাইলের বর্বরোচিত হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে পাবনায় শিক্ষার্থী ও সাধারণ জনগণের উদ্যোগে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৭ এপ্রিল) সকাল ১১টায় শহরের কেন্দ্রীয় শহীদ চত্বর এলাকায় এই কর্মসূচি শুরু হয়। এর আগে পাবনা জেলা স্কুলসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ক্লাস ও পরীক্ষা বন্ধ রেখে বিক্ষোভ মিছিল নিয়ে শহীদ চত্বরে এসে একত্রিত হয়।

সমাবেশে শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে অংশ নেন নানা শ্রেণি-পেশার মানুষ। এ সময় বক্তব্য দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন পাবনার আহ্বায়ক বরকত উল্লাহ ফাহাদ, ইসলামী ছাত্র শিবির সরকারি এডওয়ার্ড কলেজ শাখার সভাপতি হাসান মাহমুদ, ছাত্র অধিকার পরিষদ পাবনা জেলা সভাপতি ওলিউর রহমান ওলি প্রমুখ।

বক্তারা বলেন, “গাজায় ইসরাইলি বাহিনীর হামলা ও হত্যাকাণ্ডে হাজার হাজার নিরীহ শিশু, নারী ও পুরুষ নিহত হয়েছে। ফিলিস্তিনকে ধ্বংসস্তূপে পরিণত করা হয়েছে। এটি মানবতার বিরুদ্ধে এক জঘন্য অপরাধ।”

সমাবেশ চলাকালে বিক্ষুব্ধরা ‘ইসরাইলি পণ্য বর্জন’ স্লোগান দিয়ে শহীদ চত্বরের পাশের লতিফ টাওয়ারে অবস্থিত একটি বাটা শো-রুমে জুতা ও ঢিল নিক্ষেপ করে। উত্তেজনা ছড়িয়ে পড়লে ছাত্রনেতারা উপস্থিত বিক্ষোভকারীদের শান্ত করেন।

পরে গাজাবাসীর জন্য বিশেষ দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে প্রতিবাদ কর্মসূচি শেষ হয়।

 

কালের সমাজ// এ.জে

Side banner