পাবনার সাঁথিয়ায় আধিপত্য বিস্তার ও দেশীয় অস্ত্র প্রদর্শনের মাধ্যমে এলাকায় উত্তেজনা সৃষ্টির অভিযোগে কিশোর গ্যাংয়ের এক সদস্যকে আটক করেছে সেনাবাহিনী। এ সময় তার কাছ থেকে বেশ কিছু দেশীয় অস্ত্র জব্দ করা হয়।
রোববার (৬ এপ্রিল) বিকেলে উপজেলার পার করমজা গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করে সেনাবাহিনীর একটি টহল দল। আটক কিশোরের নাম লাম হোসেন (১৫), সে পার করমজা গ্রামের আব্দুল্লা প্রামাণিকের ছেলে।
সেনাবাহিনীর বি এ-১০১১২ ক্যাপ্টেন আল আমিন খান জানান, স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে সেনাবাহিনীর একটি টহল দল অভিযান পরিচালনা করে লাম হোসেনকে আটক করে। তার কাছ থেকে জব্দ করা হয় রামদা, চাপাতি, ছুরি সহ ১০টি বিভিন্ন প্রকার দেশীয় অস্ত্র।
পরবর্তীতে আটক কিশোরকে সাঁথিয়া থানায় হস্তান্তর করা হয়। থানার ওসি জানান, সোমবার দুপুরে আটককৃতকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
স্থানীয়রা জানান, লাম হোসেন এলাকায় একাধিকবার দেশীয় অস্ত্র প্রদর্শন করে ভয়ভীতি ও অস্থিরতা সৃষ্টি করছিল। তার বিরুদ্ধে আরও কয়েকটি অভিযোগ রয়েছে বলে জানা গেছে।
কালের সমাজ// এ.জে
আপনার মতামত লিখুন :