ফিলিস্তিনে চলমান নির্মম গণহত্যা ও দখলদার ইসরায়েলি বাহিনীর আগ্রাসনের প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে টাঙ্গাইলের ধনবাড়ী। পবিত্র আল-আকসা মসজিদ রক্ষায় হত্যাযজ্ঞ অবিলম্বে বন্ধের আহ্বান জানিয়েছেন সর্বস্তরের মানুষ।
সোমবার (৭ এপ্রিল) সকাল ১১টায় ধনবাড়ী কেন্দ্রীয় ঈদগাহ মাঠ থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ঈদগাহ মাঠ চত্বরে এসে এক প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
এ সময় বিক্ষোভকারীরা ‘ফিলিস্তিনে হামলা কেন? জাতিসংঘ জবাব চাই’, ‘জিহাদ জিহাদ জিহাদ চাই’, ‘বিশ্ব মুসলিম ঐক্য গড়, ফিলিস্তিন স্বাধীন করো’, ‘আলআকসা আমাদের গর্ব’, ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবর’সহ বিভিন্ন স্লোগানে ধনবাড়ী শহর মুখর করে তোলে।
বিক্ষোভ ও সমাবেশে শিক্ষার্থী, পেশাজীবী, সুশীল সমাজ, বিভিন্ন সামাজিক সংগঠন এবং সাধারণ মানুষ একাত্মতা প্রকাশ করে অংশগ্রহণ করেন।
সমাবেশে বক্তারা বলেন, “বিশ্ব বিবেক আজ নিশ্চুপ। মানবাধিকার সংগঠনগুলোর অবস্থান কোথায়? আলআকসা মসজিদ মুসলিম উম্মাহর গর্ব। সেখানে দখলদার ইসরায়েলি বাহিনীর বর্বরতা চরম মানবতাবিরোধী অপরাধ। অবিলম্বে এই গণহত্যা বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের শক্ত পদক্ষেপ প্রয়োজন।”
সমাবেশ শেষে ফিলিস্তিনে নিহত শহীদদের আত্মার মাগফিরাত কামনা ও সেখানে শান্তি প্রতিষ্ঠার জন্য বিশেষ প্রার্থনা করা হয়।
কালের সমাজ// এ.জে
আপনার মতামত লিখুন :