ঢাকা সোমবার, ০৭ এপ্রিল, ২০২৫, ২৪ চৈত্র ১৪৩১
বোয়ালখালীতে

সেনাবাহিনীর অভিযানে অস্ত্র ও মাদকসহ চার শীর্ষ সন্ত্রাসী আটক

চট্টগ্রাম ব্যুরো এপ্রিল ৭, ২০২৫, ০২:১৭ পিএম সেনাবাহিনীর অভিযানে অস্ত্র ও মাদকসহ চার শীর্ষ সন্ত্রাসী আটক

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে চারজন শীর্ষ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

রবিবার (৬ এপ্রিল) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার চরণদ্বীপ ইউনিয়নের মসজিদঘাট এলাকায় ক্যাম্প কমান্ডার মেজর রাসেলের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

অভিযানে গ্রেফতারকৃতদের কাছ থেকে ২টি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র, ৩ রাউন্ড গুলি, ৫৭টি ধারালো দেশীয় অস্ত্র, ৯টি মোবাইল ফোন, ৭৫০ গ্রাম গাঁজা, ২ লিটার দেশি মদ, ৪,৭০০ দিরহাম বৈদেশিক মুদ্রা এবং নগদ ৫২,৬৭০ টাকা উদ্ধার করা হয়।

আটক ব্যক্তিরা হলেন—চরণদ্বীপ এলাকার হাসু মিয়ার ছেলে মো. বাবুল মিয়া (৫০), মৃত আফজাল আহমদের ছেলে মো. মনজুরুল আলম (৩৭), মৃত আনু মিয়ার ছেলে মো. মুমিন হোসেন (২৪) এবং মো. মুজাহিদের ছেলে মো. গ্যাস বাবুল (৫০)।

ক্যাম্প কমান্ডার মেজর রাসেল জানান, “আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে চরণদ্বীপ এলাকায় সন্ত্রাস, মাদক ব্যবসা এবং চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধমূলক কার্যক্রমে জড়িত ছিল। এলাকাবাসীর দেওয়া তথ্যের ভিত্তিতে আমরা অভিযান চালাই এবং সফলভাবে তাদের গ্রেফতার করি।”

তিনি আরও জানান, “আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদের ও জব্দকৃত মালামাল বোয়ালখালী থানার পুলিশের কাছে হস্তান্তর করা হবে।”

 

কালের সমাজ// এ.জে

Side banner